টার্গেট ২০২১ বিধানসভা ভোট, তার রণকৌশল নির্ধারণে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে রাজ্য় বিজেপি নেতৃত্ব
লোকসভা ভোটের সাফল্য়ের পর এবার বিজেপির পাখির চোখ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট।
কলকাতা, ৪মে, ২০১৯: লোকসভা ভোটের সাফল্য়ের পর এবার বিজেপির (BJP)পাখির চোখ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট(West Bengal Assembly Elections)। সেই লক্ষ্যে এখন থেকে পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে বিজেপি শিবিরে। যার প্রথম পর্যায়ে একাধিক তৃণমূল কাউন্সিলর এবং বিধায়ক বিজেপিতে যোগদান করেছেন। পরবর্তী পরিকল্পনা কী হবে তা নিয়ে আজ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছে রাজ্য নেতৃত্ব। সূত্রের খবর, বৈঠকে থাকছে দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়রা।
লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির টার্গেট ছিল ২৩টি আসন। সেক্ষেত্রে ১৮টি আসন পেয়ে অনেকটাই সাফল্য পেয়েছে বিজেপি। তাই জযের পর বার বার মোদি অমিত শাহের বক্তব্য়ে উঠে এসেছে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ। বিধানসভা নির্বাচনেও এই সাফল্যের ধারা বজায় রাখতে চান তাঁরা। সেইকারণে সময় নষ্ট না করে এখন থেকেই ঘুঁটি সাজানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। সাফল্য় এসেছে ভাটপাড়াতে(Bhatpara)। আস্থা ভোটে জিতে ভাটপাড়া পুরসভা দখল করেছে বিজেপি। আরও বেশ কয়েকজন তৃণমূল নেতা এবং বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন বলে সূত্রের খবর।