BJP: রাজ্য বিজেপির ৭৭ জন বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের

রাজ্যে ভোট-পরবর্তী অশান্তি নিয়ে একাধিকবার শাসক দলের দিকে আঙুল তুলেছেন বিজেপির নেতা, কর্মীরা। শাসক দল পুনরায় ক্ষমতায় আসার পর তাদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ। তাই কোনওরকম ঝুঁকি নিতে নারাজ গেরুয়া শিবির। তাই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, এবার থেকে কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন পশ্চিমবঙ্গের ৭৭ বিজেপি বিধায়ক।

বিজেপি পতাকা(Photo Credits: IANS)

কলকাতা, ১০ মে: রাজ্যে ভোট-পরবর্তী অশান্তি (Post-Poll Violence) নিয়ে একাধিকবার শাসক দলের দিকে আঙুল তুলেছেন বিজেপির (BJP) নেতা, কর্মীরা। শাসক দল পুনরায় ক্ষমতায় আসার পর তাদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ। তাই কোনওরকম ঝুঁকি নিতে নারাজ গেরুয়া শিবির। তাই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, এবার থেকে কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন পশ্চিমবঙ্গের ৭৭ বিজেপি বিধায়ক (MLA)।

তবে শুধু ৭৭ বিধায়ক নন, একাধিক পরাজিত প্রার্থীর জন্যও কেন্দ্রীয় নিরাপত্তার মেয়াদও বাড়ানো হবে বলে সিদ্ধান্ত তাদের। নির্বাচনের আগেই বেশকিছু বিজেপি নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল। এঁদের মধ্যে শুভেন্দু অধিকারী পান জেড ক্যাটেগরির নিরাপত্তা। মুকুল রায় পান ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা। আরও পড়ুন, শীতলকুচি কাণ্ডে দায়িত্বপ্রাপ্ত দুই অফিসার-সহ ৬ কেন্দ্রীয় বাহিনীকে তলব সিআইডির, তোপ দাগলেন কৈলাশ বিজয়বর্গীয়

রাজ্যে নির্বাচনের আগে জেপি নাড্ডা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি মুরলিধরের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। নির্বাচনের পরে একাধিক বিজেপি কর্মীদের ওপর হামলা হয়। বাড়ি, গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এখনও পর্যন্ত রাজনৈতিক সংঘর্ষের বলি হয়েছেন অন্তত ১৬ জন।