FIR On Shirshendu Mukhopadhyay's Daughter: নরেন্দ্র মোদিকে কেন্দ্র করে কুরুচিকর পোস্টের অভিযোগ, শীর্ষেন্দু মুখ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে পুলিশে এফআইআর বিজেপির

বিপাকে পড়লেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের (Shirshendu Mukhopadhyay) মেয়ে দেবলীনা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্টের অভিযোগ এসেছে তাঁর ওপর। তাঁর বিরুদ্ধে লালবাজার সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয় বিজেপি যুব মোর্চা। শনিবার মেল করে কলকাতা পুলিশের সাইবার বিভাগে অভিযোগ জানান বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সম্পাদক সৌরভ শিকদার। যার প্রেক্ষিতেই দেবলীনা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

দেবলীনা মুখোপাধ্যায় (Picture Credits: Facebook/ IANS)

কলকাতা, ৫ এপ্রিল: বিপাকে পড়লেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের (Shirshendu Mukhopadhyay) মেয়ে দেবলীনা মুখোপাধ্যায় (Debalina Mukhopdhyay)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্টের অভিযোগ এসেছে তাঁর ওপর। তাঁর বিরুদ্ধে লালবাজার সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয় বিজেপি যুব মোর্চা (BJP Yuva Morcha)। শনিবার মেল করে কলকাতা পুলিশের সাইবার বিভাগে অভিযোগ জানান বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সম্পাদক সৌরভ শিকদার। যার প্রেক্ষিতেই দেবলীনা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

প্রসঙ্গত, লডকডাউনে দেশবাসীকে একতা ও সংহতি বজায় রাখতে নয়া দাওয়াইয়ের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৫ এপ্রিল অর্থাৎ আজ গোটা দেশবাসীর কাছ থেকে ৯ মিনিট চেয়েছেন। রাত ৯টায় ঠিক ৯ মিনিটের জন্য ঘরের সমস্ত আলো নিভিয়ে নিজের বাড়ির বারান্দায় কিংবা ছাদে এসে প্রদীপ, মোমবাতি অথবা টর্চের আলো জ্বালানোর নিদান দিয়েছেন। এই বিষয়ের নিন্দা করেছে গোটা রাজনৈতিক মহল। শুরু হয় মিমস বানানো ও নানারকম মন্তব্য। সেরকমই একটি পোস্ট করেছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মেয়ে দেবলীনা মুখোপাধ্যায়। পোস্টে তিনি প্রধানমন্ত্রীর দাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার কথা লিখেছিলেন। আরও পড়ুন, করোনাভাইরাস: প্রণব মুখার্জি, মনমোহন সিং ও মমতা ব্যানার্জিকে ফোন নরেন্দ্র মোদির

 

সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, সেই পোস্ট বিজেপি যুব মোর্চার নজরে আসতেই সাইবার ক্রাইম বিভাগে দেবলীনা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানান তাঁরা। বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সম্পাদক সৌরভ শিকদারের অভিযোগ, দেশের প্রধানমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করেছেন দেবলীনা। একেবারে পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর চেষ্টা করে চলেছেন তিনি। যার ফলে সমাজের শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। যা কখনোই কাম্য নয়! অভিযোগনামায় তিনি আরও বলেছেন, স্বনামধন্য সাহিত্যিক পিতা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নাম ভাঙিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপমানসূচক কথা বলে বে়ড়াচ্ছেন দেবলীনা। তাই কলকাতা তথা রাজ্য পুলিশকে বিশেষ গুরুত্ব দিয়ে এই ইস্যুটিকে দেখার আবেদন জানানো হয়েছে। এমনকী, অবিলম্বে দেবলীনা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর মামলা দায়ের করার কথাও সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন তিনি।



@endif