BJP: রাজ্য বিজেপিতে আসছে বড় রদবদল? দিলীপ ঘোষকে তলব জেপি নাড্ডা-র
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে খারাপ ফলের পর রাজ্য বিজেপি ছন্নছাড়া। মুকুল রায়ের দল ছাড়ার পর একের পর এক ইস্যুতে রাজ্য বিজেপি-কে আরও বিছিন্ন দেখাচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে এখনও ঠিকমত বিরোধিতা তো দূরে থাক, নিজেদের দলই গোছাতে পারছে না বঙ্গ বিজেপি।
কলকাতা, ১০ জুলাই: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Elections 2021) খারাপ ফলের পর রাজ্য বিজেপি ছন্নছাড়া। মুকুল রায়ের (Mukul Roy) দল ছাড়ার পর একের পর এক ইস্যুতে রাজ্য বিজেপি (West Bengal BJP)-কে আরও বিছিন্ন দেখাচ্ছে। তৃণমূলের (TMC) বিরুদ্ধে এখনও ঠিকমত বিরোধিতা তো দূরে থাক, নিজেদের দলই গোছাতে পারছে না বঙ্গ বিজেপি। কখনও বাংলা ভাগকে কথা, তো কখনও সৌমিত্র খাঁ-র ইস্তফা নাটক। রাজ্য বিজেপিতে সমস্যার পাহাড়। ভাল খবর বলতে, রাজ্যের চার সাংসদের মন্ত্রী হওয়া। কিন্তু নিশীথ প্রামাণিক, সুভাষ সরকারদের মোদী মন্ত্রিসভায় ঢোকার আনন্দ ছাপিয়ে গিয়েছে নব্য বিজেপি-আদি বিজেপি-র দ্বন্দ্বে। এমন সময় ময়দানে নামল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। আরও পড়ুন: পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল তৃণমূলের
বাংলায় ভোটে হারের ধাক্কা কাটিয়ে উঠে গা ঝারা দিয়ে উঠতে মরিয়া বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)-কে জরুরি তলব করলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। রাতেই দিল্লি রওনা দিচ্ছেন তিনি। আগামিকাল সকালে নাড্ডার সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।
সূত্রের খবর, রাজ্য বিজেপিতে বড়সড় রদবদলের সম্ভাবনা রয়েছে। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে মোদী মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার পর, তাঁকে দলে বড় দায়িত্ব দেওয়া নিয়ে জল্পনা চলছে। একই্ কথা ভাবা হচ্ছে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কো নিয়েও।
রাজ্য বিজেপির যুব মোর্চা সভাপতির পদ থেক সৌমিত্র খাঁ-কে সরানোর তোড়জোড় শুরু হয়েছে। সৌমিত্র খাঁ-র জায়গায় আসতে পারেন ময়নার ক্রিকেটার বিধায়ক অশোক দিন্দা। তবে দিন্দার থেকেও পাল্লা ভারী পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষের দিকে। তৃণমূল থেকে বিজেপিতে আসা নিষ্ক্রিয় হয়ে পড়া নেতা-কর্মীদের নিয়েও সিদ্ধান্ত হতে পারে। ভোট পরবর্তী সন্ত্রাসের বর্তমান অবস্থা, পুরভোট ও উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে নাড্ডা-দিলীপের বৈঠকে আলোচনা হবে সেটাও নিশ্চিত।