BJP MP Raju Bista On Panchayat Elections: অবাধ পঞ্চায়েত নির্বাচনের জন্য দরকার কেন্দ্রীয় বাহিনী, ভিডিয়োতে শুনুন আর কী বললেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হবে আগামী ৮ জুলাই। রাজ্য নির্বাচন কমিশনের তরফে এই ঘোষণা করার পরেই পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলি একযোগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে এই নির্বাচন করার আবেদন জানিয়েছে।
দার্জিলিং: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন (West Bengal Panchayat Elections 2023) হবে আগামী ৮ জুলাই। রাজ্য নির্বাচন কমিশনের তরফে এই ঘোষণা করার পরেই পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলি একযোগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন (deployment of Central forces) করে এই নির্বাচন করার আবেদন জানিয়েছে।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে কথা বলতে গিয়ে পাহাড়ের রাজনৈতিক দল (hill parties of Darjeeling) গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (Gorkha National Liberation Front), গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janamukti Morcha) ও হামরো পার্টির (Hamro Party) প্রতিনিধিদের পাশে বসিয়ে একই আবেদন করলেন দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তা (BJP MP Raju Bista)।
তিনি বলেন, "পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন করার জন্য বিজেপি (BJP), কংগ্রেস (Congress) ও অন্যান্য রাজনৈতিক দলগুলি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন (request) জানিয়েছে। আমি তাই মনে করি। বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি তাতে কেন্দ্রীয় বাহিনী না থাকলে এখানে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন (fair and free elections) হওয়া খুবই কঠিন।" আরও পড়ুন: West Bengal SSC Recruitment Scam: ইডি-র স্ক্যানারে কালীঘাটের কাকুর ব্যক্তিগত ট্রাস্টকে অত্যাধুনিক বাংলো দেওয়া কলকাতার ব্যবসায়ী
দেখুন ভিডিয়ো: