WB Assembly Elections 2021: বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে চলল গুলি, মালদহে চাঞ্চল্য

আগামী ২৯ এপ্রিল অষ্টম দফায় ভোট হতে চলেছে মালদায়। তার আগেই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা (Gopal Chandra Saha)।

প্রতীকী ছবি(Photo Credit: ANI)

মালদা, ১৯ এপ্রিল: আগামী ২৯ এপ্রিল অষ্টম দফায় ভোট হতে চলেছে মালদায়। তার আগেই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা (Gopal Chandra Saha)। তাঁর গলায় গুলি লেগেছে। রবিবার রাত আটটা নাগাদ নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথেই দৃষ্কৃতীদের ছোঁড়া গুলিতে দারুণভাবে জখম হন গোপালবাবু। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সাহাপুর ব্রিজের কাছে। অভিযোগ, এখানেই দুষ্কৃতীরা গোপালকে লক্ষ্য করে গুলি চালায়। তড়িঘড়ি ওই প্রার্থীকে রক্তাক্ত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে অস্ত্রোপচার হলেও চিকিৎশকরা এখনও পর্যন্ত কোনও আশার খবর শোনাননি। আরও পড়ুন-Coronavirus Cases In India: করোনার থাবায় ভারতে নতুন সংক্রামিত ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন

দলীয় প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তদন্তে দাবি তুলে ক্ষোভ উগরে দিয়েছেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি। এদিন তিনি বলেন, “এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। মূল বিরোধী দলের একজন প্রার্থী, যার জেতার সম্ভাবনা প্রবল, ভরসন্ধেয় তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিল! পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনও পর্যায়ে পৌঁছেছে! মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন।” গোটা ঘটনায় ইতিমধ্যেই কমিশনের কাছে নালিশ জানিয়েছে পদ্মশিবির। মালদা থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও শাসক এই অভিযোগ উড়িয়েছে। জানা গেছে,  আগামী ২৩ এপ্রিল মালদায় নির্বাচনী প্রচারে আসছেন নরেন্দ্র মোদি। প্রচার সেরে সাহাপুরে প্রধানমন্ত্রী সভা করবেন। রবিবার এনিয়েই স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল সাহা। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

ভোটপর্বর্তী হিংসায় চলছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। এসবের দায়ভার নিয়ে শাসক বিরোধী তরজা অব্যাহত। তায় করোনার প্রকোপ। এদিকে মালদায় বিজেপি প্রার্থী উপরে গুলি চালনার ঘটনায় সাহাপুর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।