BJP Bangla Bandh: বনধের সকালে পুলিশের সঙ্গে বিজেপি নেতাকর্মীদের বচসা, হেলমেট পরে রাস্তায় নেমেছেন সরকারি বাস চালকেরা, দেখুন বাংলা বনধের ঝলক

এ দিন এই অভিযান রুখতে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। গ্রেফতার করা হয় বেশ কয়েকজন আন্দোলনকারীকে। আর তার প্রতিবাদেই বুধবার ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি।

রাজ্যজুড়ে চলছে বিজেপির বাংলা বনধ (ছবিঃANI)

কলকাতাঃ আর জি কর কাণ্ডের(R G kar Rape-Murder Case) প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের(Nabanna Abhiyan) ডাক দিয়েছল 'পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ।' এ দিন এই অভিযান রুখতে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ(Police)। গ্রেফতার করা হয় বেশ কয়েকজন আন্দোলনকারীকে। আর তার প্রতিবাদেই বুধবার ১২ ঘণ্টা বাংলা বনধের(Bangla Bandh) ডাক দিয়েছে বিজেপি(BJP)। এই বাংলা বনধকে সফল করতে সকাল থেকেই রাস্তায় নেমেছে গেরুয়া বাহিনী। থমথমে রাস্তাঘাট শহর থেকে জেলায় ধরা পড়ছে একই ছবি। আর এ বার বনধের সকালে আলিপুরদুয়ারে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি নেতাকর্মীরা। সরকারি বাসকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সমর্থকেরা। আর এরপরই তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। রাস্তা থেকে বিজেপিকর্মীদের সরানোর চেষ্টা চালায় পুলিশ। গাড়িতে তোলা হয় কয়েকজনকে। অন্যদিকে অন্যান্য দিনের চেয়ে ফাঁকা কলকাতার রাস্তাঘাট। আগাম সতর্কতা অবলম্বন করতে হেলমেট পরে রাস্তায় বেরিয়েছেন বাস চালকেরা। এক সরকারি বাসের চালক সংবাদসংস্থা এএনআইকে জানান, বনধের কারণে আগাম সতর্কতা অবলম্বন করছেন তাঁরা।

আলিপুরদুয়ারে বিজেপি ভক্ত সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা

কলকাতায় মাথায় হেলমেট পরে রাস্তায় নেমেছেন সরকারি বাস চালকেরা