BJP 12 Hour Bandh: রাস্তা ফাঁকা, স্টেশনে থমকে ট্রেন, বাংলা বনধ সফল করতে সকাল থেকেই রাস্তায় গেরুয়া বাহিনী
অন্যদিকে হুগলির ব্যান্ডেল স্টেশনেও একই ছবি ধরা পড়েছে। যার জেরে ব্যাহত পূর্ব রেলওয়ের ট্রেন পরিষেবা। এ ছাড়া ট্রেন চলাচল বন্ধ শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষীকান্তপুর লাইনে।
কলকাতাঃ মঙ্গলবার নবান্ন অভিযানের(Nabanna Abhiyan) পরই ১২ ঘণ্টা বাংলা বনধের(12 Hours Bangla Bandh) ডাক দিয়েছে বিজেপি(BJP)। আর জি কাণ্ডের(R G Kar Rape Case) প্রতিবাদে গতকাল নবান্ন অভিযানে আন্দোলনকারীদের উপর লাঠি চার্জের প্রতিবাদেই আজ ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে গতকালই রাজ্যের তরফে এই বনধের বিরোধিতা করা হয়েছে। নবান্ন(Nabanna) থেকে সাফ জানিয়ে দেওয়া হয় প্রত্যেকদিনের মতো বুধবারও রাস্তাঘাট স্বাভাবিক থাকবে, চালু থাকবে সব পরিষেবা । বুধবার সকাল হতেই বনধকে সফল করতে রাস্তায় নেমেছে গেরুয়া ব্রিগ্রেড। ইতিমধ্যেও বনগাঁয় রেল অবরোধ করা হয়েছে। বনগাঁ উত্তরের বিধায়ক ঘটক কীর্তনীয়া নেতৃত্বে বিজেপি কর্মীরা সকাল-সকাল বনগাঁ স্টেশন অবরোধ করেন। অন্যদিকে হুগলির ব্যান্ডেল স্টেশনেও একই ছবি ধরা পড়েছে। যার জেরে ব্যাহত পূর্ব রেলওয়ের ট্রেন পরিষেবা। এ ছাড়া ট্রেন চলাচল বন্ধ শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষীকান্তপুর লাইনে। রেলের ওভারহেড তারে কলাপাতা দিয়ে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে বলে খবর। অন্যান্য দিনের থেকে বেশ ফাঁকা নবান্ন সংলগ্ন হুগলী ব্রিজ এলাকা। বনধ পালন করতে সকাল-সকাল রাস্তায় নেমে পড়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। নেতাকর্মীদের সঙ্গে দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন তিনি। এককথায় জেলায়-জেলায় বনধ সফল করতে রাস্তায় নেমে পড়েছে বিজেপিকর্মীরা, বেলা বাড়লে সেই ছবিটা আরও স্পষ্ট হবে বলেও আশঙ্কা।
জেলা থেকে কলকাতা রাস্তাঘাট থমথমে, স্টেশনে দাঁড়িয়ে ট্রেন
সাত সকালে রাস্তায় নেমেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল