LOK SABHA ELECTIONS 2019:বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা, সাংসদ, গতবারের ফলাফল এক নজরে

রুক্ষ,শুষ্ক এলাকা বীরভূম। মূলত মালভূমি এলাকা।

আলিপুরদুয়ার কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই। (File Photo)

বীরভূম:‌ (Birbhum)রুক্ষ,শুষ্ক এলাকা বীরভূম। মূলত মালভূমি এলাকা। লাল মাটির রাজ্য। একাধিক সতীপিঠের সুবাদে দূর–দূরান্তের মানুষ ভিড় করেন এখানে।

বিধানসভা কেন্দ্র:‌দুবরাজপুর(Dubarajpur),সিউড়ি (Suri), সাঁইথিয়া(Saithia),রামপুরহাট(Rampurhat),হাসান(Hasan),নলহাটি(Nalhati),মুরারই(Murarai)

১৯৭১ সাল থেকে এই কেন্দ্রটি দখলে রেখেছিল সিপিএম(CPM)। ২০১৪ সাল থেকেই ছন্দপতন ঘটে।

২০১৪ সালের লোকসভা ভোটের ফলাফল

শতাব্দী রায়(Shatabdi Roy)(‌তৃণমূল কংগ্রেস)‌—প্রাপ্ত ভোট ৪৬০,৫৬৮

মহম্মদ কামরে ইলাহি(‌সিপিএম)‌—প্রাপ্ত ভোট ৩৯৩,৩০৫

জয় ব্যানার্জি(‌বিজেপি)‌—প্রাপ্ত ভোট ২৩৫,৭৫৩

সৈয়দ সিরাজ জিম্মি(‌কংগ্রেস)‌—প্রাপ্ত ভোট ১৩২,০৮৪

২০১৯ সালের লোকসভা ভোটের প্রার্থী তালিকা

শতাব্দী রায়(‌তৃণমূল কংগ্রেস)‌

দুধকুমার মণ্ডল(‌বিজেপি)‌

রিজাউল করিম(‌সিপিএম)‌

মন্তব্য:‌ তারকা প্রার্থী শতাব্দী রায়কে এবারও যে ভোটব্যাঙ্ক বজায় রাখবে সেবিষয়ে আশাবাদী শাসক দল তৃণমূল। তবে বিজেপিও হাল ছাড়তে নারাজ। এলাকার দাপুটে নেতা দুধকুমার মণ্ডলকে(Dudhkumar Mandal) প্রার্থী করেছে বিজেপি(BJP)।