Bharat Bandh: উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বাংলা জুড়ে ভারত বন্ধের মিশ্র প্রভাব, প্রতিটি জেলায় বাম কর্মী ও সমর্থকদের মিছিল চলছে (দেখুন ছবি)

Bandh Update of West Bengal (Photo Credit: FB)

বুধবার দেশজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। এই ধর্মঘটের মূল কারণ হল, শ্রমিক সংগঠনগুলির নতুন শ্রম কোড বাতিলের দাবি, দৈনিক ৬০০ টাকা মজুরি ও ২৬,০০০ টাকা ন্যূনতম মাসিক বেতনের মতো বিষয়গুলি। ভারতের পাশাপাশি গোটা বঙ্গেও আজ মিশ্র সাড়া মিলেছে এই বনধের। একনজরে দেখে নেওয়া জেলায় জেলায় বনধের কী প্রভাব পড়েছে।

র্ধমান

শ্রমকোড বাতিল সহ একাধিক দাবিতে দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা সাধারন ধর্মঘটের প্রভাব বর্ধমানে পড়লেও, প্রভাব পড়েনি পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে।  ডিএসপি এএসপিসহ কলকারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে, দোকানপাট খোলা, বাস ও ট্রেন চলাচল স্বাভাবিক, খনির কাজ কর্ম স্বাভাবিক রয়েছে

দক্ষিণ ২৪ পরগনাঃ

১০টি বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকা আজকের ভারত বনধে দক্ষিণ ২৪ পরগনাজুড়ে প্রভাব না পড়লেও শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনের ওভারহেড তারে কলাপাতা ফেলে দেওয়ায় ভোর থেকে ট্রেন চলাচল বন্ধ আছে। এই শাখার দেউলা ও সংগ্রামপুর স্টেশনের মাঝে ওভারহেড তারে কলাপাতা ফেলা ছিল। ফলে আপ ও ডাউন ট্রেন দাঁড়িয়ে পড়ে। ঘটনাস্থলে রেল পুলিশ পৌঁছেছে। ওভারহেড থেকে কলাপাতা সরানোর কাজ শুরু হয়েছে।

দক্ষিণ দিনাজপুরঃ

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ডাকে দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের প্রভাব পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলা সদর বালুরঘাটে। সকাল ৬টা থেকেই পথ অবরোধ শুরু হয় শহরে। বালুরঘাট শহরের সরকারি বাসস্ট্যান্ডের সামনে সকাল থেকেই বামপন্থী কর্মী সমর্থকেরা রাস্তায় পিকেটিং করেছেন। অবরোধ করা হয়েছে বালুরঘাট-মালদা রাজ্য সড়ক। অবরোধের কারণে আটকে পড়ে দূরপাল্লার বাস। অবশ্য পুলিশ প্রশাসনের তাৎপরতায় পরে দূরপাল্লার বাসগুলিকে ছেড়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে। বেসরকারি পরিবহণ পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। সকাল থেকে বালুরঘাটে চার জন বনধ সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।

কোচবিহারঃ

বামপন্থী ট্রেড ইউনিয়ন গুলির ডাকা ২৪ ঘন্টা সাধারণ ধর্মঘটে উত্তেজনা তুফানগঞ্জে, আজ সকালে সিটুকর্মীরা মিছিল করতে গেলে সেই মিছিলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, একই অভিযোগ উঠেছে এসইউসিআই কর্মীদের মিছিল কে ঘিরে। দফাই দফায় উত্তেজনা ছড়ায় তুফানগঞ্জ শহরে

পুরুলিয়াঃ

বামপন্থী ট্রেড ইউনিয়ন গুলির ডাকা ভারত বন্‌ধ এর আংশিক প্রভাব পুরুলিয়ায়। সকাল থেকে সরকারি বাস রাস্তায় নামলেও এদিন বেসরকারি বাস রাস্তায় নামেনি। এদিন ধর্মঘটকে ঘিরে ঝামেলা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে বাস স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে।

জলপাইগুড়িঃ

১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং তাদের সহযোগী সংগঠনের যৌথ ফোরামের ডাকা 'ভারত বনধ'-এর প্রভাব শিলিগুড়িতে দেখা গিয়েছে, বুধবার সকাল থেকে শিলিগুড়িতে রাষ্ট্র পরিচালিত বাস চলাচলে প্রভাব পড়েছে।

মালদাঃ

বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ডাকে বুধবার সকাল ৬টা থেকে চলছে ধর্মঘট। ধর্মঘট সফল করতে সাত সকালেই মালদা শহরে পিকেটিং-এ নেমেছেন বনধ সমর্থনকারীরা। মালদা শহরের ফোয়ারা মোড়ে চলছে বনধের সমর্থনে বামেদের পিকেটিং।পাশাপাশি বামেদের ডাকা বন্ধকে ঘিরে উত্তেজনা মালদায়। একাধিক গাড়িতে লাঠির আঘাত তার পাশাপাশি পুলিশকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের শ্রমিক সংগঠনের।তার পাশাপাশি বামেদের শ্লোগানের পর পাল্টা স্লোগান তৃণমূলের শ্রমিক সংগঠনের।

বাঁকুড়াঃ

গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছে। এরই মাঝে বামপন্থী ট্রেড ইউনিয়ন গুলির ডাকা ২৪ ঘন্টার সাধারণ ধর্মঘটে আংশিক প্রভাব বাঁকুড়ায়। সকাল থেকে সরকারি বাস রাস্তায় নামলেও এদিন বেসরকারি বাস রাস্তায় নামে নি। ধর্মঘটকে ঘিরে ঝামেলা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায়। বড়জোড়া শিল্পাঞ্চল এলাকায় বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের উপর বড়জোড়ায় ধর্মঘটীরা পতাকা নিয়ে পথে নামে সকালেই। অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। পরে স্বাভাবিক হয় যান চলাচল।

নদীয়াঃ

বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকা বন্ধের ফলে নদীয়াজেলাতে মিশ্র প্রভাব দেখা যাচ্ছে।জেলা সদর কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহী বেসরকারি ছাড়েনি। থেকে কৃষ্ণনগর রানাঘাট গুপ্তিপাড়া ঘাট, কানলা ঘাট , মাজদিয়া,করিমপুর, পলাশী ,বেথুয়াঢহড়ি সহ বিভিন্ন রুটের বাস বন্ধ রয়েছে। তবে জাতীয় সড়ক দিয়ে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

উত্তর দিনাজপুরঃ

আজ বামেদের ডাকা ধর্মঘট সাড়া পাওয়া গেছে উত্তর দিনাজপুরে। কালিয়াগঞ্জ এর বিবেকানন্দ মোর বনধ সমর্থনকারীরা বাস আটকাতে গেলে পুলিশের সঙ্গে বাদানুবাদ শুরু হয়। বন্ধ সমর্থনকারীদের টেনে হিঁচড়ে থানার ভ্যানে তোলে কালিয়াগঞ্জ থানার পুলিশ।

অন্যদিকে বুধবারের ২৪ ঘণ্টার ধর্মঘটকে সফল করতে বাম-কংগ্রেসের যৌথ উদ্যোগে ইসলামপুর শহরের রাস্তায় শুয়ে পথ অবরোধের চেষ্টা করেন বনধ সমর্থকরা।

হুগলিঃ

বুধবার সকালে হাওড়াগামী ডাউন ব্যান্ডেল লোকাল ট্রেন হুগলি স্টেশনে আটকে দেন বনধ সমর্থকেরা। যারফলে কিছু ক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে অবরোধ সরিয়ে দেয়। বিক্ষোভকারীরা বৈদ্যবাটি এবং শেওড়াফুলি স্টেশনের মধ্যেও রেল অবরোধ করে, পতাকা এবং ব্যানার প্রদর্শন করে। অন্যদিকে হুগলির জুটমিলগুলির ছবি অন্য দিনের তুলনায় কিছুটা ভিন্ন ছিল। ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুটমিল গেটে শ্রমিকেরা সকাল থেকে পিকেটিং শুরু করেন। বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুটমিলে ধর্মঘটে যোগ দিয়েছেন শ্রমিকেরা। জেলার অন্য জুটমিলগুলিতে হাজিরা কম শ্রমিকদের।

পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুরে বনধের মিশ্র প্রভাব লক্ষ্য করা গিয়েছে। পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ায় বনধের আংশিক প্রভাব দেখা গিয়েছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার রাঁচিক স্টেশনে বনধের অংশ হিসেবে সিপি (এম) সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। রেল পুলিশ বিক্ষোভে অংশ নেওয়া বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।

মুর্শিদাবাদঃ

বনধের সমর্থনে সিপিআই (এমএল) মুর্শিদাবাদের বহরমপুর-জলঙ্গি মহাসড়কে চার কিলোমিটার মিছিল করে, বেশ কয়েকটি স্থানে দোকানপাট বন্ধ করে দেয়। ধর্মঘটের সময় আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছিল।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement