Bengal Weather Update: উত্তর-পশ্চিম দিক ধরে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা, বাংলার উপকূলে পড়বে প্রভাব পূর্বাভাসে জানাল হাওয়া অফিস

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে আজ অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি থাকছে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামে কমলা সতর্কতা এবং অন্যান্য জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। আগামীকালও চলবে ভারী বৃষ্টি।

2410 Bengal Weather Update (Photo Credit: X@airnews_kolkata)

ঘূর্ণিঝড় ডানা (Cyclone Dana) ক্রমশ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে অতিপ্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। আবহাওয়া দপ্তরের শেষ খবর অনুযায়ী, এটি পারাদ্বীপ থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণপূর্ব, ধামারা থেকে ৪০০ কিলোমিটার এবং সাগরদ্বীপ থেকে ৪৬০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে অবস্হান করছে।

আজ( ২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টা থেকে শুক্রবার (২৫ অক্টোবর) ভোর পাঁচটার মধ্যে পুরী ও সাগরদ্বীপের মাঝামাঝি ভিতরকণিকা, ধামরা পোর্ট এলাকা দিয়ে এই ঘূর্ণিঝড়ের স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।তবে আমফানের থেকে দুর্বল এই ঘূর্ণিঝড়। আমফানের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার। ঘূর্ণিঝড় যখন আসবে তখন হাওড়া-হুগলিতে বাতাসের গতিবেগ থাকতে পারে ৭০ থেকে ৭৫ কিলোমিটার। পূর্ব মেদিনীপুরে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সব থেকে বেশি হতে পারে বলে অনুমান হাওয়া অফিসের।দিঘা উপকূলের ৬০ কিলোমিটারের মধ্য়ে ব্যাপক প্রভাব পড়বে বলে পূর্বাভাস (Weather Forecast) । ৩-৪ মিটার উঁচু ঢেউ উঠবে দিঘা উপকূলে। আর সুন্দরবন এলাকায় ২ মিটারের কাছাকাছি উঁচু ঢেউ উঠবে।

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে আজ অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি থাকছে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামে কমলা সতর্কতা এবং অন্যান্য জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। আগামীকালও চলবে ভারী বৃষ্টি।

বিপর্যয় মোকাবিলায় রাজ্যে ৯টি জাতীয় বিপর্যয় মোকাবিলা ( NDRF) টিমকে মোতায়েন করা হয়েছে। যার মধ্যে ৩টি করে টিম পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়, ২টি টিম উত্তর ২৪ পরগনায় ও ১টি টিম পশ্চিম মেদিনীপুরে মোতায়েন করা হয়েছে।