Lok Sabha Elections 2024: লক্ষ্য লোকসভা! রোডম্যাপ ঠিক করতে ১৯ ডিসেম্বর দিল্লিতে বৈঠক বঙ্গ বিজেপির কোর কমিটির

ওই বৈঠকে বিজেপির সর্বভারতীয় সম্পাদক (সাংগঠনিক) বি এল সন্তোষ ও পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক সুনীল বনশলের পাশাপাশি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য সুভাষ সরকার, নিশীথ প্রামানিক, সাংসদ ও সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়-সহ পশ্চিমবঙ্গের সমস্ত বিজেপি সাংসদ ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

(Photo Credits: IANS)

নয়াদিল্লি: আগামী বছরের এপ্রিল-মে মাসে পঞ্চায়েত নির্বাচন (Panchayat elections) হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে (West Bengal)। তার আগে বিভিন্ন জেলায় সংগঠন বাড়ানো চেষ্টা করছে বিজেপি (BJP)। তবে এর মাঝেই ২০২৪ সালে হতে চলা লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) প্রস্তুতি শুরু হয়ে গেছে গেরুয়া শিবিরে। শনিবার জানা গেল, সেই বিষয়ে রোডম্যাপ (Roadmap) ঠিক করতে আগামী ১৯ ডিসেম্বর নয়াদিল্লিতে (New Delhi) বৈঠকে বসতে চলেছে বঙ্গ বিজেপির কোর কমিটি (Core Group)।

সূত্রের খবর, ওই বৈঠকে বিজেপির সর্বভারতীয় সম্পাদক (সাংগঠনিক) বি এল সন্তোষ (B L Santosh) ও পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক সুনীল বনশলের (Sunil Bansal) পাশাপাশি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য সুভাষ সরকার, নিশীথ প্রামানিক, সাংসদ ও সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়-সহ পশ্চিমবঙ্গের সমস্ত বিজেপি সাংসদ ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লিতে অবস্থিত সুভাষ সরকারের বাড়িতে ১৯ তারিখ সন্ধ্যায় হতে চলা ওই বৈঠকে নেতৃত্ব করবেন বিএল সন্তোষ ও সুনীল বনশল। আরও পড়ুন: Mamata Banerjee Amit Shah Meet: নবান্নে অমিত শাহের সঙ্গে মুখোমুখি মমতা, পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে দিদির শাহি সাক্ষাৎ

জানা গেছে, ওই বৈঠকে লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গে এপ্রিল মাসে হতে চলা পঞ্চায়েত ভোট নিয়ে কথা হবে। এই দুটি নির্বাচনের আগে কীভাবে পশ্চিমবঙ্গের প্রতিটি বুথে (booth) বিজেপির সংঠনকে শক্তিশালী (strengthen)  করতে হবে তা নিয়েও বঙ্গ বিজেপির নেতাদের পরামর্শ দেবেন দলের কেন্দ্রীয় নেতারা।

গত শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union home minister Amit Shah) কলকাতায় এসে রাজ্য বিজেপি নেতা-নেত্রীদের সঙ্গে রুদ্ধদ্বার একটি বৈঠক করেন। ওই বৈঠকে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতির (law and order situation) অবনতি নিয়ে কথা হয়। রাজ্য বিজেপি নেতৃত্ব সূত্রে জানা গেছে, বৈঠকে রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দলের প্রস্তুতি সম্পর্কেও খোঁজখবর নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।