Aparajita Bill 2024: ধর্ষণ ও খুনে মৃত্য়ুদণ্ড, অ্যাসিড হামলায় আজীবন কারাবাস, অপরাজিত বিল আনছে রাজ্য সরকার
আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। সুবিচারের দাবিতে কলকাতায় এখনও আন্দোলন চলছে। এরই মাঝে ধর্ষণ রোধে নয়া বিল আনছে রাজ্য সরকার।
কলকাতা, ২ সেপ্টেম্বর: আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। সুবিচারের দাবিতে কলকাতায় এখনও আন্দোলন চলছে। এরই মাঝে ধর্ষণ রোধে নয়া বিল আনছে রাজ্য সরকার। আগামিকাল, মঙ্গলবার রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পেশ করতে চলেছে 'অপরাজিতা নারী ও শিশু বিল' ('Aparajita' Women & Child Bill 2024)। এই বিলে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বেশ কয়েকটি শাস্তির বিধান থাকছে।
সেগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল-১) ধর্ষণ ও খুনে (নির্যাতিতা কোমায় গেলেও) মৃত্যুদণ্ড, ২) ধর্ষণ ও গণধর্ষণ যাবজ্জীবন কারাদণ্ড, ৩) অ্যাসিড হামলায় যাবজ্জীবন কারাদণ্ড, ৪) নাবালিকার ধর্ষণে ন্যূনতম ২০ বছরের কারাবাস। এর পাশাপাশি অপরাজিত নামের স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হবে। যার নেতৃত্বে থাকছেন মহিলা পুলিশ আধিকারিক ও হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার হবে সেশান কোর্টে।
দেখুন অপরাজিতা বিলে কী কী থাকছে
২১দিনে এই সংক্রান্ত মামলা নিষ্পত্তি, প্রয়োজনে অতিরিক্ত ১৫ দিন দেওয়া হবে। তদন্তে দেরি হলে তদন্তকারী অফিসারকে কড়া শাস্তি পেতে হবে। অ্যাসিড হামলায় আজীবন কারাবাসের পাশাপাশি জামিন অযোগ্য জরিমানার ব্যবস্থা থাকছে।