Bardhaman Purba Lok Sabha Election Results 2024 Live: সবুজ না গেরুয়া, বর্ধমান পূর্বে এ বার ভোটের হাওয়া কোনদিকে?

Sharmila Sarkar)। অন্যদিকে বিজেপির (BJP) হয়ে দাঁড়িয়েছেন অসীম কুমার সরকার।

কলকাতাঃ পশ্চিমবঙ্গের লোকসভা কেন্দ্র গুলির মধ্যে অন্যতম হল বর্ধমান পূর্ব (Bardhaman Purba)। এই কেন্দ্রটি তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত। চব্বিশের নির্বাচনে (Loksabha Election 2024) এই কেন্দ্র থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে দাঁড়িয়েছেন ডঃ শর্মিলা সরকার (Dr. Sharmila Sarkar)। অন্যদিকে বিজেপির (BJP) হয়ে দাঁড়িয়েছেন অসীম কুমার সরকার। বিএসপির (BSP) হয়ে লড়ছেন মুকুল সরকার। এ ছাড়া সিপিএমের (CPIM) হয়ে দাঁড়িয়েছেন সজল কুমার দে। এই কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা হল- রায়না, মেমারি, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী,জামালপুর, কালনা, উত্তর এবং কাটোয়া। ১৩ই মে এই আসনে ভোটগ্রহণ হয়েছে।

২০১৯ লোকসভা নির্বাচনে এই আসনে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের সুনীল কুমার মণ্ডল। তাঁর প্রাপ্ত ভোট ৬ লক্ষ ৪০ হাজার ৮৩৪। দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। গেরুয়া শিবিরের হয়ে মোট ৫ লক্ ৫১ হাজার ৫২৩ টি ভোট পেয়েছিলেন পরেশ চন্দ্র দাস। সিপিএমের হয়ে লড়েছিলেন ঈশ্বর চন্দ্র দাস। ১ লক্ষ ৭৫ হাজার ৯২০ ভোট পেয়েছিলেন তিনি। ২০১৪ সালে প্রথম এই আসনটি দখল করে তৃণমূল কংগ্রেস। তার আগে এই পর্যন্ত এই আসনটি ছিল বামেদের দখলে। ২০১৪ সালে ৫ লক্ষ ৭৪ হাজার ৫৬০ টি ভোট পেয়ে সিপিএমের ঈশ্বর চন্দ্র দাসকে পরাজিত করে ঘাস ফুল ফোটান সুনীল কুমার মন্ডল।