Hasina Sent Mangoes to Mamata: 'বোন' মমতাকে ৬০০ কেজি রসাল আম উপহার হাসিনার

'বোন' মমতার জন্যে কেবল গ্রীষ্মের আমই নয় বরং বর্ষার মরসুমে পদ্মার ইলিশও আসে ভারতে।

Sheikh Hasina-Mamata Banerjee (Photo Credis: ANI, Pixabay)

কলকাতা, ১৩: বাংলাদেশ থেকে ৬০০ কেজির রসাল উপহার এল কালীঘাটে। বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিশেষ উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। সোমবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে উপহারে এসে পৌঁছল আম (Hasina Sent Mangoes to Mamata)। প্রত্যেক বছরের মত এই বছরেও 'বোন' মমতাকে মরসুমি আম পাঠাতে ভোলেনি হাসিনা। মুখ্যমন্ত্রীকে ৬০০ কেজি রসাল হিমসাগর, ল্যাংড়া আম উপহারে পাঠিয়েছেন প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী (Bangladesh Prime Minister Sheikh Hasina)।

তবে কেবল বঙ্গের মুখ্যমন্ত্রীই নয়।সরকারি সূত্রে খবর,  উত্তরপূর্ব ভারতের মুখ্যমন্ত্রীদেরও গ্রীষ্মের মরসুমি আম (Mangoes) উপহারে পাঠিয়েছেন ওপার বাংলার প্রধানমন্ত্রী। গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) মরসুমি আম পাঠিয়েছিলেন হাসিনা।

মমতাকে আম উপহার হাসিনার... 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সম্পর্ক বরাবরই ভাল। আর সেই কারণে 'বোন' মমতার জন্যে কেবল গ্রীষ্মের আমই নয় বরং বর্ষার মরসুমে পদ্মার ইলিশও আসে ভারতে। ঠিক একই ভাবে হাসিনাকে উপহার পাঠান মমতাও। পুজোয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উপহারে শাড়ি পৌঁছে দেন মমতা (Mamata Banerjee)।