Bangladesh: বাংলাদেশে দুর্গা মণ্ডপে হামলার ঘটনায় 'লাভ' খুঁজছে বিজেপি, আক্রমণ কুণালের
বাংলাদেশে দুর্গা মণ্ডপে হামলার ঘটনা নিয়ে বিষোদগার করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, বাংলাদেশে যা হচ্ছে, তা দুর্ভাগ্যজনক। তবে বাংলাদেশের মানুষ ওই ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।
কলকাতা, ১৯ অক্টোবর: বংলাদেশে (Bangladesh) দুর্গা মণ্ডপে হামলার ঘটনায় ভারতে প্রতিবাদ শুরু হয়েছে। ভারতের পাশাপাশি গোটা বিশ্ব জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। বাংলাদেশের ঘটনায় এবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে বাংলাদেশে দুর্গা মণ্ডপে হামলার ঘটনা নিয়ে বিষোদগার করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, বাংলাদেশে যা হচ্ছে, তা দুর্ভাগ্যজনক। তবে বাংলাদেশের মানুষ ওই ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। বাংলাদেশের মানুষ যখন প্রতিবাদ করছেন, তখন ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) চুপ কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল ঘোষ।
তিনি বলেন, ভোটের আগে বাংলাদেশে গিয়ে প্রচার করেন নরেন্দ্র মোদী। ভোটের আগে বাংলাদেশের মন্দিরে গিয়ে মোদী নাটক করেন বলেও আক্রমণ করেন কুণাল। বাংলাদেশের ঘটনায় বিজেপির (BJP) লাভ হবে বলে মন্তব্য করছেন শুভেন্দু অধিকারি। অর্থাৎ বিজেপি এই ঘটনা থেকে লাভ নিতে চাইছে বলে আক্রমণ করেন কুণাল ঘোষ।