Anish Sarkar : মাত্র সাড়ে ৩ বছর বয়েসে আন্তর্জাতিক দাবা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়ে বিশ্বরেকর্ড কলকাতার অনীশ সরকারের
৬৪ খোপের খেলার বাজিমাত বাঙালি খুদের। মাত্র ৩ বছর ৮ মাস বয়েসে আন্তর্জাতিক দাবাড়ু হওয়ার স্বীকৃতি পেল কলকরাতার ছেলে অনীশ সরকার। ফিডে রেটিংয়ে নজির গড়ে বিশ্বরেকর্ড গড়ল কলকাতার অনীশ।
৬৪ খোপের খেলার বাজিমাত বাঙালি খুদের। মাত্র ৩ বছর ৮ মাস বয়েসে আন্তর্জাতিক দাবাড়ু হওয়ার স্বীকৃতি পেল কলকরাতার ছেলে অনীশ সরকার (Anish Sarkar )। ফিডে রেটেড দাবা খেলোয়াড় হয়ে বিশ্বরেকর্ড গড়ল কলকাতার অনীশ। মাত্র এক বছর আগে প্রথমবার দাবা খেলার পরই অনীশ ৬৪ খোপের খেলায় বিষ্ময়. বালক হয়ে দুনিয়াকে চমকে দিল। ইতিহাসে সর্বকনিষ্ট খেলোয়াড় হিসেবে নিজের নাম নথিভুক্ত করে ফেলল। বিখ্যাত গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার ছাত্র অনীশ ভাঙল ভারতের তেজস তিওয়ারির রেকর্ড। তেজস পাঁচ বছর বয়সে ফিডে এলো রেটিং পেয়েছিল। সেখানে অনীশ ফিডে রেটিং পেল যখন ওর বয়স ঠিক ৩ বছর ৮ মাস ১৮ দিন।
করোনা কালে জন্ম অনীশের। ২০২১-এর ২৬ জানুয়ারি অনীশের একেবারে ছোট থেকে দাবার প্রতি চরম আগ্রহ। মাত্র এক বছর আগে দাবার সঙ্গে পরিচয় ঘটে। গত অক্টোবরে, পশ্চিমবঙ্গ রাজ্য দাবা ওপেন অনুর্ধ্ব-৯'এ প্রতিদ্বন্দিতামূলক দাবার বোর্ডে অভিষেক হয় অনীশের। একের পর এক জয়ের পর অনীশ ১৫৫৫ ফিডে এলো রেটিং সংগ্রহ করেছে।
সাড়ে ৮ বছরে দাবা খেলোয়াড়ের স্বীকৃতি
অনীশের মা চাইছেন, ও আর একটু বড় হয়ে যেন গ্র্যান্ডমাস্টার হয়। তিনি বললেন, ‘যেদিন ছেলে গ্র্যান্ড মাস্টার হবে, সেদিন আমি নিজের পরিচয় জানাতে খুশি হব। আমরা ওর পিছনে সব সময় থাকব। তবে কোনও রকম চাপ নয়, ও যা করতে চাইবে তা করবে। আমি চাই ও যেটা করছে সেটাকে উপভোগ করুক।’
অনীশের কোচ দিব্যেন্দু বড়ুয়া জানান, 'সত্যি বলতে অনীশ আমায় মিত্রভা গুহ’র কথা মনে করিয়ে দিচ্ছে। অনীশের মধ্যে প্রতিভা, পারদর্শীতা, পরিশ্রম করার ইচ্ছা রয়েছে। ফিডে রেটিং পাওয়াটাই সব কিছু নয়। ওকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে।’