Astrologer Jayanta Sastri Died: বাড়িতে আগুন লেগে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রীর

শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রীর। আজ সকাল সাড়ে ৭টা নাগাদ কেষ্টপুরের সমর দে সরণিতে তাঁর নিজের বাড়িতে আগুন লাগে। তিনতলা বাড়ির দোতলায় আগুন লাগে। এবিপি আনন্দের খবর অনুযায়ী, ওই বাড়িতেই থাকতেন জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী। রবিবার সকালের ঘটনা। স্থানীয়রা সকালবেলা বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন। তালা ভেঙে ভিতরে ঢুকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় জয়ন্ত শাস্ত্রীকে। উদ্ধার করেন দমকল কর্মীরা।

জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী (Picture Source: Facebook)

কলকাতা, ১ নভেম্বর: শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় জ্যোতিষী (Astrologer) জয়ন্ত শাস্ত্রীর (Jayanta Sastri)। আজ সকাল সাড়ে ৭টা নাগাদ কেষ্টপুরের সমর দে সরণিতে তাঁর নিজের বাড়িতে আগুন লাগে। তিনতলা বাড়ির দোতলায় আগুন (Fire) লাগে। এবিপি আনন্দের খবর অনুযায়ী, ওই বাড়িতেই থাকতেন জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী। রবিবার সকালের ঘটনা। স্থানীয়রা সকালবেলা বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন। তালা ভেঙে ভিতরে ঢুকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় জয়ন্ত শাস্ত্রীকে। উদ্ধার করেন দমকল কর্মীরা।

তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের। আরও পড়ুন, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪৬,৯৬৪, মৃত্যু ৪৭০ জনের

যদিও আগুন লাগার কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। দমকলের দুটি ইঞ্জিন এসে দেড় ঘণ্টার প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে এলেও, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।