LOK SABHA ELECTION 2019: আসানসোল লোকসভা কেন্দ্রের গতবারের ফলাফল,প্রার্থী তালিকা

শিল্পাঞ্চল এলাকা নিয়েই এই লোকসভা কেন্দ্র। জনসংখ্যার অধিকাংশই অবাঙালি। সেই সুবাদেই এই কেন্দ্রটি দীর্ঘদিন কংগ্রেসের দখলে ছিল।

আলিপুরদুয়ার কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই। (File Photo)

আসানসোল:‌ (Assansol)শিল্পাঞ্চল এলাকা নিয়েই এই লোকসভা কেন্দ্র। জনসংখ্যার অধিকাংশই অবাঙালি। সেই সুবাদেই এই কেন্দ্রটি দীর্ঘদিন কংগ্রেসের দখলে ছিল। ১৯৮৯ সাল থেকে এই কেন্দ্রটি দখল নেয় সিপিএম।

বিধানসভা কেন্দ্র:‌ পাণ্ডবেশ্বর, রানিগঞ্জ, জামুড়িয়া, আসালসোল দক্ষিণ, আসালসোল উত্তর,কুলটি, বারাবনি

হিন্দি বলয়ের ভোটার বেশি থাকায় বিজেপি সহজেই এই কেন্দ্রটি দখল করতে পেরেছে। তার উপর গায়ক বাবুল সুপ্রিয়র জনপ্রিয়তা বড় ফ্যাক্টর হয়েছিল বিজেপির কাছে। সেকারণেই এবার বাবুলের মোকাবিলায় অভিনেত্রী মুনমুন সেনকে প্রার্থী করেছে তৃণমূল।

২০১৮ সালের লোকসভা ভোটের ফলাফল

বাবুল সুপ্রিয়(‌বিজেপি)‌—প্রাপ্ত ভোট ৪,১৯,৯৮৩(Babul Supriya)

দোলা সেন(‌তৃণমূল কংগ্রেস)‌—প্রাপ্ত ভোট ৩,৪৯,৫০৭(Dola Sen)

বংশ গোপাল চৌধুরী(‌সিপিএম)‌—প্রাপ্ত ভোট ২,৫৫,৮২৯

ইন্দ্রাণী মিশ্র(‌কংগ্রেস)‌—প্রাপ্ত ভোট ৪৮,৫০২

২০১৯ সালের লোকসভা ভোটের প্রার্থী তালিকা

বাবুল সুপ্রিয়(‌বিজেপি)‌(BJP)

মুনমুন সেন(‌তৃণমূল কংগ্রেস)‌(Munmun Sen)

গৌরাঙ্গ চ্যাটার্জি(‌সিপিএম)‌

বিশ্বরূপ মণ্ডল(‌কংগ্রেস)‌

মন্তব্য:‌ তারকা প্রার্থীর ভিড়ে এবার একটু বিশেষ নজরকাড়া আসানসোল লোকসভা কেন্দ্রটি।



@endif