Anubrata Mandal: অভিষেককে ইডির তলব নিয়ে প্রশ্ন করতেই 'ক্ষেপে' উঠলেন অনুব্রত

সম্প্রতি অনুব্রত মণ্ডলের বীরভূমের বোলপুরের বাড়িতে হানা দেয় সিবিআই। বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। যা নিয়ে প্রায় গোটা রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। অনুব্রত মণ্ডলকে গ্রেফতারির পর তৃণমূল নেতার মেয়ে সুকন্যা মণ্ডলকে তলব করা হয় কলকাতা হাইকোর্টের তরফে।

Anubrata Mandal (Photo Credit: File Photo)

কলকাতা, ১ সেপ্টেম্বর: বৃহস্পতিবার ফের আদালতে তোলা হল অনুব্রত মণ্ডলকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ডেকে পাঠিয়েছে, এ বিষয়ে প্রশ্ন করা হয় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। যা শুনে কার্যত ক্ষেপে যান তৃণমূল কংগ্রেস নেতা। অভিষেককে ইডি ডেকেছে বলে 'নাচব' নাকি বলে পালটা প্রশ্ন করেন বীরভূমের (Birbhum) দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা।

সম্প্রতি অনুব্রত মণ্ডলের বীরভূমের বোলপুরের (Bolpur) বাড়িতে হানা দেয় সিবিআই। বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। যা নিয়ে প্রায় গোটা রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। অনুব্রত মণ্ডলকে গ্রেফতারির পর তৃণমূল নেতার মেয়ে সুকন্যা মণ্ডলকে তলব করা হয় কলকাতা হাইকোর্টের তরফে। তবে সুকন্যা মণ্ডলের হাজিরার পর এই মুহূর্তে তাঁকে আর আদালতে হাজির দিতে হবে না বলে স্পষ্ট জানান বিচারপতি।

আরও পড়ুন: Jacqueline Fernandez: সুকেশের অপরাধ সম্পর্কে অবগত থেকেও দামি উপহার নিতেন জ্যাকলিন, চার্জশিটে দাবি ইডির

অনুব্রত মণ্ডলের পাশাপাশি বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়কেও জেল হেফাজতে থাকতে হচ্ছে। আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত জেলে থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে।