Agnimitra Paul on Buddhadeb Bhattacharjee: 'তাঁর সাদা ধুতি কুর্তায় দুর্নীতির কালো ছাপ লাগাতে পারেনি কেউ', বুদ্ধদেবের শেষযাত্রায় বললেন অগ্নিমিত্রা
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে এদিন শববাহী গাড়ি প্রথমে যায় বিধানসভায়। সেখান থেকে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতরে পৌঁছায় বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছয় শিল্প এবং সংস্কৃতি জগতের তারকারাও।
বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) প্রয়াণের সঙ্গে বাম রাজনীতির এক যুগের অবসান ঘটেছে বৃহস্পতিবার। দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ঘড়িতে তখন সকাল ৮টা বেজে ২০ মিনিট পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বুদ্ধবাবু। ৮০ বছরে জীবনাবসান। শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষযাত্রা। তাঁকে শেষ বিদায় জানাতে বাম নেতৃত্বের পাশাপাশি সামিল হয়েছেন বিরোধী নেতা মন্ত্রীরাও। বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা জানাতে কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে বাম নেতাকর্মীরা তথা কমরেডরা হাজির হয়েছেন। বুদ্ধবাবুর শেষযাত্রায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বললেন, 'বাম ভাবধারার সঙ্গে বিজেপির ভাবধারা কখনওই মিলেনি কিন্তু তাঁর প্রয়াণে বামফ্রন্টের এক যুগের অবসান ঘটেছে। বুদ্ধদেব ভট্টাচার্য এমন একজন মুখ্যমন্ত্রী ছিলেন যার সাদা ধুতি কুর্তায় কেউ কোনদিন দুর্নীতির কালো ছাপ লাগাতে পারেনি। অত্যন্ত ভদ্র একজন বাঙালি ছিলেন তিনি'।
বাংলার শিল্পায়নে বুদ্ধদেব ভট্টাচার্যের ভূমিকা নিয়েও কথা বললেন বিজেপি বিধায়ক। তিনি আরও বলেন, 'এখনকার দিনে রাজনীতিবিদ মানেই সাধারণ মানুষ ধরে নেন সেই ব্যক্তি দুর্নীতিগ্রস্থ। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য দুর্নীতিথেকে বহু দূরে একজন সৎ এবং সজ্জন ব্যক্তি ছিলেন'।
কী বললেন অগ্নিমিত্রা শুনুন...
শুক্রবার বুদ্ধদেব ভট্টাচার্যের শেষকৃত্যের আগে তাঁর শেষযাত্রায় সামিল হয়েছেন রাজ্য রাজনীতির প্রায় সকল নেতা মন্ত্রীরা। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে এদিন শববাহী গাড়ি প্রথমে যায় বিধানসভায়। সেখান থেকে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতরে পৌঁছায় বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছয় শিল্প এবং সংস্কৃতি জগতের তারকারাও।