Belur Math Reopens: কোভিড বিধি মেনে আজ থেকে খুলল বেলুড় মঠের দরজা
আজ বুধবার ১৮ আগস্ট থেকে ফের দর্শণার্থীদের জন্য খুলল বেলুড়মঠ (Belur Math Reopens)৷ কোভিড ভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়া হয়ে গেছে এমন পুণ্যার্থীরা ৭১ ঘণ্টা পূর্বেব আরটি পিসিআর টেস্টের রিপোর্ট নিয়ে মঠে প্রবেশ করতে পারবেন৷
বেলুড়, ১৮ আগস্ট: আজ বুধবার ১৮ আগস্ট থেকে ফের দর্শণার্থীদের জন্য খুলল বেলুড়মঠ (Belur Math Reopens)৷ কোভিড ভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়া হয়ে গেছে এমন পুণ্যার্থীরা ৭১ ঘণ্টা পূর্বেব আরটি পিসিআর টেস্টের রিপোর্ট নিয়ে মঠে প্রবেশ করতে পারবেন৷ তবে ভক্তদের জন্য মঠের দরজা খুললেও কোভিড বিধি কিন্তু বলবৎ থাকছেই৷ গত ২৪ জুলাই গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড়মঠের দরজা খুলেছিল অগুন্তি ভক্তবৃন্দের জন্য৷ তবে মঠে প্রবেশ করতে পারলেও বৈদিক মন্ত্র, স্তোত্র পাঠ, সারদা মা, রামকৃষ্ণ ও বিবেকানন্দের বাণীও পাঠ সবকিছুই ভক্তদের শুনতে হয়েছে ইউটিউবে৷ করোনার তাড়ণায় মঠে বসে শোনার সুযোগ পাননি৷ সেদিন সকাল বিকেল মিলিয়ে ৫ ঘণ্টা মঠের দরজা খোলা থাকলেও গুরু দর্শন হয়নি৷ অর্থাং বেলুড়মঠের প্রেসিডেন্ট মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট মহারাজকে দর্শনের অনুমতি পাননি ভক্তরা৷ আরও পড়ুন-Uttar Pradesh: যোগীর রাজ্যে ২ তরুণীকে লিভ-ইনের ছাড়পত্র দিলেন ম্যাজিস্ট্রেট
উল্লেখ্য, তবে গুরু পূর্ণিমায় মঠের দরজা খোলায় দর্শণার্থীরা খুব খুশি হয়েছিলেন৷ এদিকে আজ সরকারিভাবে ফের খুলল বেলুর মঠের দরজা৷ সকাল ৮টা থেকে ১১টা ও বিকেল ৪টে থেকে পৌনে ৬টা পর্যন্ত খোলা থাকবে মঠের দরজা। প্রবেশের সময় কোভিড শংসাপত্র ছাড়াও সচিত্র পরিচয়পত্রও বাধ্যতামূলক বলে জানানো হয়েছে৷ গতবছর ২৫ মার্চ করোনা সতর্কতায় দেশজুড়ে লকডাউন জারি হতেই বেলুড়মঠের দরজা বন্ধ হয়ে যায়৷ এরপর আনলক প্রক্রিয়া শুরু হলে ভক্ত সাধারণের জন্য গত বছরের ১৫ জুন বেলুড়মঠের দরজা খুলে দেওয়া হয়৷ পরে পরেই একসঙ্গে ৮০ জন মঠ সন্ন্যাসীর করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে৷ তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় মঠের দরজা৷
এরপর চলতি বছরে ফেব্রুয়ারির ১০ তারিখে পুনরায় খোলে বেলুড়মঠ৷ তবে করোনাবিধি বলবৎ থাকায় মঠে সময় কাটানো, ভোগ খাওয়া, সন্ধ্যা আরতি দর্শন বন্ধই রাখা হয়৷ এপ্রিলে দ্বিতীয় ঢেউ শুরু হলে ফের বন্ধ হয়ে যায় বেলুড়মঠের দরজা৷ আজ থেকে দর্শণার্থীদের জন্য পুনরায় খুলল মঠ৷ করোনাবিধি মেনে আপনিও আসতে পারেন৷