Sayantika Banerjee's Car Accident: পথ দুর্ঘটনায় আহত অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

দুর্ঘটনার কবলে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Actress Sayantika Banerjee) গাড়ি। বৃহস্পতিবার ভোরে পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় তাঁর গাড়িকে ধাক্কা মারে একটি ১২ চাকার লরি। হাতে গুরুতর আঘাত পেয়েছেন তৃণমূল নেত্রী। কলকাতা না এসে বাঁকুড়ায় ফিরে এসেছেন সায়ন্তিক।

Actress Sayantika Banerjee (Photo: Instagram)

রাজবাঁধ, ৯ ডিসেম্বর: দুর্ঘটনার কবলে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Actress Sayantika Banerjee) গাড়ি। বৃহস্পতিবার ভোরে পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় তাঁর গাড়িকে ধাক্কা মারে একটি ১২ চাকার লরি। হাতে গুরুতর আঘাত পেয়েছেন তৃণমূল নেত্রী। কলকাতা না এসে বাঁকুড়ায় ফিরে এসেছেন সায়ন্তিক। লরিটিকে আটক করেছে কাঁকসা থানার পুলিশ।

একুশের বিধানসভা নির্বাচনের আগে এক ঝাঁক টলিউডের অভিনেতা-অভিনেত্রী যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেসে। তাঁদের মধ্যে বেশ কয়েকজন ভোটে দাঁড়ান। বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, হার হয়েছিল টলিউড অভিনেত্রীর। আরও পড়ুন: Winter In West Bengal: ঘন কুয়াশায় থমকে শীতের সকাল, ফের নিম্নচাপের খবর দিল হাওয়া অফিস

পরবর্তীকালে দলীয় সংগঠনে দায়িত্ব পান সায়ন্তিকা। সামনেই পুর নির্বাচন। তাই সেখানেই দলীয় কাজে প্রায়ই যাচ্ছেন তিনি. বিধানসভা নির্বাচনে বাঁকুড়া পুরসভার যে ওয়ার্ডগুলিতে দল পিছিয়ে ,সেখানেই লাগাতার প্রচার চালাচ্ছেন সায়ন্তিকা।



@endif