Abhishek Banerjee: পারফরম্যান্সই শেষ কথা, খুব শীঘ্রই দলে ক্ষমতা হারাতে চলেছেন একাধিক নেতা, ইঙ্গিত দিলেন অভিষেক
লোকসভা বা বিধানসভা নির্বাচন এলেই অনেক পুরসভা বা পঞ্চায়েতে স্থানীয় নেতারা দায়িত্ব না সামলে পায়ের ওপর পা তুলে বসে থাকেন।
লোকসভা বা বিধানসভা নির্বাচন এলেই অনেক পুরসভা বা পঞ্চায়েতে স্থানীয় নেতারা দায়িত্ব না সামলে পায়ের ওপর পা তুলে বসে থাকেন। কিংবা কোনও পদ পেয়ে গেলেই কাজে গড়িমসি করার অভিযোগ আসছে। এমনকী এই নিয়ে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাকর্মীরা হামেশাই অভিযোগ করে, বা বেনামি পোস্টারও পড়ে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে। আর নীচুস্তরের নেতাদের এই নিষ্ক্রিয় থাকার কারণে লোকসভা নির্বাচনে বেশ কয়েকটি জায়গায় পিছিয়েও থাকতে হয়েছে তৃণমূলকে। এবার এই সমস্যার সমাধান করতে তৃণমূল স্তরে একাধিক রদবদল করতে চলেছে শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার নিজের জন্মদিনের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্পষ্ট বার্তা দেন, দলে বড়সড় রদবদল হচ্ছে। আনুগত্য থাকলেই হবে না। পারফরম্যান্সই শেষ কথা।
জানা যাচ্ছে, কমপক্ষে ১২৫টি পুরসভায় রদবদল হতে চলেছে। মূলত, শহরাঞ্চলেই খারাপ ফল দেখা গিয়েছে তৃণমূলের। তার মধ্যে রয়েছে কলকাতার নামও। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই তালিকায় নেই কলকাতা পুরসভার কোনও নেতার নাম। পুরসভার পাশাপাশি একাধিক পঞ্চায়েতেও বদল আসতে চলেছে। এই নিয়ে ইতিমধ্যেই লিখিত খরসা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) হাতে দিয়েছেন অভিষেক। জানা যাচ্ছে চোখে অস্ত্রপোচার করার জন্য সম্প্রতি বিদেশে উড়ে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে যাওয়ার আগেই মমতাকে রিপোর্ট জমা দিয়ে গিয়েছেন। তবে উপনির্বাচন সামনে রয়েছে ফলে এখন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্বাচন মিটলেই এই নিয়ে ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, চলতি বছরে ২১-এর মঞ্চ থেকেই রদবদলের জল্পনা উস্কে দিয়েছিলেন অভিষেক। বলেছিলেন, যেখানে যেখানে দলের খারাপ ফল হয়েছে। সেখানেই নেতৃত্ব বদল হবে। ফলে সেই সময় এই বক্তব্য নেহাতই হাওয়া ওড়ানোর জন্য বলেছিলেন তা কিন্তু নয়, সেটা বৃহস্পতিবারের মন্তব্যেই স্পষ্ট। এখন দেখার উপ নির্বাচন মেটার কতদিন পর এই তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস।