Bright Yellow Turtle: ওড়িশার পর এবার বর্ধমানের পুকুরে মিলল হলুদ রঙের বিরল প্রজাতির কচ্ছপ, দেখুন ছবি
জুলাই মাসের পর ফের একবার হলুদরঙা কচ্ছপের (Bright Yellow Turtle) দেখা মিলল। তবে এবার ঘটনাস্থল ওড়িশা নয় পশ্চিমবঙ্গ। বুধবার মাঝদুপুরে বর্ধমানের এক পুকুরে মিলল গাঢ় হলুদ রঙের কচ্ছপ। এই কচ্ছপ দেখার পরেই ছবি তুলে নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন বর্ধমানের বনদপ্তরের কর্তা দেবাশিস শর্মা। ছবি শেয়ারের পাশাপাশি বর্ণনায় তিনি লিখেছেন, এমন হলুদ রঙের দুর্লভ কচ্ছপ সাধারণত জিনগত পরিবর্তনেই সম্ভব। কোনও রোগজনিত কারণেও এমন রং পরিবর্তন হতে পারে। এরপরেই হলুদ রঙের খোলস ওয়ালা কচ্ছপের ছবি দারুণভাবে শেয়ার হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়।
বর্ধমান ২৯ অক্টোবর: জুলাই মাসের পর ফের একবার হলুদরঙা কচ্ছপের (Bright Yellow Turtle) দেখা মিলল। তবে এবার ঘটনাস্থল ওড়িশা নয় পশ্চিমবঙ্গ। বুধবার মাঝদুপুরে বর্ধমানের এক পুকুরে মিলল গাঢ় হলুদ রঙের কচ্ছপ। এই কচ্ছপ দেখার পরেই ছবি তুলে নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন বর্ধমানের বনদপ্তরের কর্তা দেবাশিস শর্মা। ছবি শেয়ারের পাশাপাশি বর্ণনায় তিনি লিখেছেন, এমন হলুদ রঙের দুর্লভ কচ্ছপ সাধারণত জিনগত পরিবর্তনেই সম্ভব। কোনও রোগজনিত কারণেও এমন রং পরিবর্তন হতে পারে। এরপরেই হলুদ রঙের খোলস ওয়ালা কচ্ছপের ছবি দারুণভাবে শেয়ার হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। এর পরেই সিনিয়র আইএফএস অফিসার রমেশ পাণ্ডেও সেই ছবি টুইটারে শেয়ার করেছেন। আরও পড়ুন-Gurugram Shocker: এবার ভেন্টিলেশনে চিকিৎসাধীন তরুণীকে ধর্ষণ হাসপাতাল কর্মীর, গুরুগ্রামে চাঞ্চল্য
হলুদ রঙের কচ্ছপের ছবি শেয়ার করলেন দেবাশিস শর্মা
রমেশ পাণ্ডে লেখেন, “চলতি বছরে এনিয়ে দ্বিতীয়বার হলুদ খোলসের কচ্ছপের দেখা মিলল। প্রথমবার গত জুলাই মাসে ওড়িশার বালাসোরের কাছে এক গ্রামের পুকুরে এই বিরল রঙের কচ্ছপের দেখা পাওয়া গিয়েছিল। এবার মিলল পশ্চিমবঙ্গের বর্ধমানের এক গ্রামে। এখনও বোঝা যাচ্ছে না, এই কচ্ছপ জিনগত পরিবর্তনে এমন হয়েছে, নাকি নতুন কোনও প্রজাতি।”
রমেশ পাণ্ডের টুইট
গত জুলাই মাসে ওড়িশাড় বালাসোরের কাছে এক গ্রামে যখন প্রথম হলুদ রঙের কচ্ছপের দেখা মেলে তখন কৌতূহলের পাশাপাশি আতঙ্কও ছড়িয়েছিল। যাইহোক গ্রামের বাসিন্দারা বনদপ্তরকে খবর দিলে সেখানকার কর্মীরা এসে কচ্ছপটিকে নিয়ে যান। সেই সময় বণ্যপ্রাণ ওয়ার্ডেন ভানুমিত্র আচার্য সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছিলেন, “উদ্ধার হওয়া কচ্ছপ ও তার খোলসের পুরোটাই হলুদ রঙের। এটা একটা বিরল প্রজাতির কচ্ছপ। আগে কখনও এমনটা দেখিনি।”