78 Kg Telia Bhola: সুন্দরবনের মৎস্যজীবীদের জালে ৭৮ কেজির তেলিয়া ভোলা, বিক্রি হল ৩৭ লাখ টাকায়

সুন্দরবনের মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ৭৮ কেজি ওজনের তেলিয়া ভোলা (Telia Bhola) মাছ। ক্যানিং (Canning) বাজারে সেই মাছ বিক্রি হল ৩৭ লাখ টাকায়। বিশালাকার মাছ দেখতে ভিড় জমে যায় বাজারে। শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে হাজির হতে হয় পুলিশকে।

78 Kg Telia Bhola (Photo: Facebook)

ক্যানিং, ২৪ অক্টোবর: সুন্দরবনের মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ৭৮ কেজি ওজনের তেলিয়া ভোলা (Telia Bhola) মাছ। ক্যানিং (Canning) বাজারে সেই মাছ বিক্রি হল ৩৭ লাখ টাকায়। বিশালাকার মাছ দেখতে ভিড় জমে যায় বাজারে। শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে হাজির হতে হয় পুলিশকে।

জানা গিয়েছে, তেলিয়া ভোলা মাছটির ওজন ৭৮ কেজি ৪০০ গ্রাম। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবার সোনাগাঁয়ের বাসিন্দা মৎস্যজীবীদের জালে ওঠে বিশালাকার মাছটি। মোট পাঁচজন মৎস্যজীবী গিয়েছিলেন মাছ ধরতে। শনিবার সকালে কপুরা নদীর কাছে তেরো বাঁকির খালে জালে জড়ায় বিশাল মাছটি। সন্ধ্যায় ক্যানিং মাছের বাজারে সেটি বিক্রির জন্য আনেন তাঁরা। নিলামে আকাশছোঁয়া দর ওঠে বিশালাকৃতির এই মাছের। শেষ পর্যন্ত ৩৭ লক্ষ ৫৩ হাজার ৮১১ টাকায় বিক্রি হয় মাছটি। আরও পড়ুন: Online Fraud Awareness: অলনাইনে প্রতারণা নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ পদক্ষেপ পশ্চিমবঙ্গ পুলিশের

ক্যানিংয়ের মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, এত বড় তেলিয়া ভোলা ক্যানিংবাজারে আগে আসেনি। তাই দেখতে ভিড় জমে গিয়েছিল। পরিস্থিতি সামলাতে পুলিশ ডাকতে হয়।