Murshidabad: ৭ বছরের কিশোরকে অপহরণ করে খুনের ঘটনায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ
৭ বছরের কিশোরকে অপহরণ করে খুন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে। রবিবার সকাল ১১ টা থেকে নিখোঁজ ছিল ওই কিশোর। বিকেলে বাড়ির কাছেই একটি আমবাগান থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, নিহতের বাবা গত বছর একটি লটারি জিতেছিলেন। সেই লটারি সংক্রান্ত বিবাদের জেরেই খুন হতে হয়েছে বছর সাতেকের ওই কিশোরকে।
মুর্শিদাবাদ, ১০ অগাস্ট: ৭ বছরের কিশোরকে অপহরণ করে খুন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে। রবিবার সকাল ১১ টা থেকে নিখোঁজ ছিল ওই কিশোর। বিকেলে বাড়ির কাছেই একটি আমবাগান থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, নিহতের বাবা গত বছর একটি লটারি জিতেছিলেন। সেই লটারি সংক্রান্ত বিবাদের জেরেই খুন হতে হয়েছে বছর সাতেকের ওই কিশোরকে। 'করোনা রোগী ভরতির সময় অগ্রিম হিসেবে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না', বেসরকারি হাসপাতালগুলির জন্য একাধিক নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
কিশোরের বাবা সুরজ মালাদারের কথায়, 'সকাল ১১টা নাগাদ বাড়ির সামনেই খেলছিল আমার ছেলে। জরুরি কাজ এসে পরায় আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। সাড়ে ১২ টা বাড়ি ফিরে খুঁজে পাইনি ওকে। বাড়ির আশেপাশে তন্নতন্ন করে খুঁজি। এরপর ২টো নাগাদ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ফোন আসে বাড়িতে। ২ লাখ টাকা দিলে ছেলেকে ছেড়ে দেবে বলে ওরা। মোরগ্রাম ব্রিজের কাছে ওরা ছেলেকে রেখে দিয়ে যাবে বলেছিল।'
অজ্ঞাতপরিচয় ব্যক্তির ফোন আসার পরই স্থানীয় থানায় নিখোঁজ ডায়রি দায়ের করেন সুরজ মালাদার। প্রসঙ্গত, গত বছর লটারিতে ২৬ লাখ টাকা জিতেছিলেন সুরজ। কিন্তু পাড়ারই দুই ব্যক্তি লটারির প্রাইজের সিংহভাগ টাকা নিজেদের দখলে নিয়ে নেয়। লটারির প্রাইজমানির সঙ্গেই কী ৭ বছরের যুবকের মৃত্যুর ঘটনা জড়িয়ে রয়েছে? সেটি তদন্ত করে দেখছে পুলিশ।