50 NDRF Personnel Get Coronavirus In WB: ঘূর্ণিঝড় আম্ফানে বিধ্বস্ত বাংলার উদ্ধারকাজে গিয়ে আক্রান্ত ৫০ জন NDRF কর্মী

ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী (Cyclone Amphan) বাংলায় উদ্ধারকাজে আসা জাতীয় বিপর্যয় মোকাবিলা (NDRF) দলের ৫০ জন জওয়ান করোনা আক্রান্ত। দেশের করোনা সংক্রমণের মাঝেই আম্ফান ঘূর্ণিঝড়ের দাপটে তছনছ হয়ে গেছিল পশ্চিমবঙ্গে এবং উড়িষ্যার বিস্তীর্ণ এলাকা। এই দু'রাজ্যেই উদ্ধারকাজে নামে NDRF-র বেশ কয়েকটি দল, সেখানেই এবার করোনার থাবা। আক্রান্ত ৫০ জন এনডিআরএফ জওয়ান।

Photo Source: Wikipedia

কলকাতা, ৯ জুন: ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী (Cyclone Amphan) বাংলায় উদ্ধারকাজে আসা জাতীয় বিপর্যয় মোকাবিলা (NDRF) দলের ৫০ জন জওয়ান করোনা আক্রান্ত। দেশের করোনা সংক্রমণের মাঝেই আম্ফান ঘূর্ণিঝড়ের দাপটে তছনছ হয়ে গেছিল পশ্চিমবঙ্গে এবং উড়িষ্যার বিস্তীর্ণ এলাকা। এই দু'রাজ্যেই উদ্ধারকাজে নামে NDRF-র বেশ কয়েকটি দল, সেখানেই এবার করোনার থাবা। আক্রান্ত ৫০ জন এনডিআরএফ জওয়ান। আরও পড়ুন: Lockdown Extended: লকডাউন বাড়ল ৩০ জুন পর্যন্ত, ধর্মীয় স্থান ও বিয়েবাড়িতে ২৫ জনের বেশি জমায়েত নয়, জানালেন মুখ্যমন্ত্রী 

ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে তছনছ হয়ে গেছিল বাংলা। সুন্দরবন-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। উপড়ে পড়ে গাছ, একাধিক বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। উদ্ধারকাজে নামেন এনডিআরএফের কর্মীরা। বাংলায় উদ্ধারকাজ শেষ হওয়ার পর কটক ফেরার পথে কমবেশি ১৭০ জন জওয়ানের করোনা পরীক্ষা হয়। তাদের মধ্যেই ৫০ জনের শরীরে মিলেছে করোনাভাইরাসের নমুনা। যদিও তাদের কারওর শরীরেই করোনাভাইরাসের কোনও উপসর্গ মেলেনি। করোনা আক্রান্ত জওয়ানেরা হাসপাতালে সেল্ফ আইসোলেশনে রয়েছেন।

গত ২১ মে কোভিড-১৯ সংক্রমণের শিকার হন NDRF-এর এক সাব ইনস্পেকটরের, এনডিআরএফ-এর হেডকোয়ার্টারে পোস্টিং ছিল তাঁর এরপরই সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা প্রত্যেকের করোনা পরীক্ষা হয়। গত ২০ মে আম্ফান ঘূর্ণিঝড়ের দাপটে বিধ্বস্ত বাংলার উদ্ধারকাজে কাজ করছে NDRF-র ১৯টি দল, প্রতিটি দলে ৪৫ জন করে কর্মী রয়েছেন।