Bidhannagar Police Commissioner Change: এই নিয়ে চারদিনে ৪ বার পুলিস কমিশনার বদল হল বিধাননগরে
ফের পুলিস কমিশনার ( Police Commissioner ) বদল হল বিধাননগরে ( Bidhannagar) ।
কলকাতা, ২৯মে,২০১৯: ফের পুলিস কমিশনার ( Police Commissioner ) বদল হল বিধাননগরে ( Bidhannagar) । বুধবার নতুন পুলিস কমিশনার হলেন লক্ষ্মীনারায়ণ মিনা ( Laxminarayn Mina )। এই নিয়ে গত চারদিনে ৪ জন পুলিস কমিশনার বদলের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার (West Bengal Government )। মঙ্গলবার ভরতলাল মিনাকে (Bharatlal Mina )পুলিস কমিশনার পদে নিয়োগ করেছিল রাজ্য সরকার। ২৪ ঘণ্টা কাটার আগে তাঁকে সরিয়ে দেওয়া হল। ভরতলাল মিনার জায়গায় এলেন লক্ষ্মীনারায়ণ মিনা।
ভোটের সময় বিধাননগরের তৎকালীন পুলিস কমিশনার জ্ঞানবন্ত সিংকে অপসারিত করেছিল নির্বাচন কমিশনা। ভোট মেটার পর ২৬ মে জ্ঞানবন্তকে (Gyanwant Singh)পুনর্বহাল করে নবান্ন।
এই সিদ্ধান্তের ২৪ ঘণ্টা পর আবার বিজ্ঞপ্তি জারি করে জ্ঞানবন্ত সিংকে এডিজি আইনশৃঙ্খলা পদে বদলি করা হয়। তাঁর জায়গায় বিধাননগরের সিপি হন নিশাদ পারভেজ।
মঙ্গলবার নিশাতকে সরিয়ে বিধাননগর কমিশনারেটের কমিশনার পদে বসানো হয় ভরতলাল মিনাকে। এই সিদ্ধান্তের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভরতলালকে সরিয়ে তাঁর জায়গায় আনা হল লক্ষ্মীনারায়ণ মিনাকে। ভরতলাল মিনা থেকে গেলে শিলিগুড়ি কমিশনারেটের ডিআইজি পদে।