Coronavirus Update in Bengal: ১ দিনে রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৭১, সুস্থ হয়ে ওঠার হার আশাজনক

৩১ মে পর্যন্ত রাজ্যে মোট করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা ছিল ৫,৫০১। ১ জুন নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭১ জন। যা আগের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেছে। ১ জুন পর্যন্ত রাজ্যে আক্রান্তকারীর সংখ্যা মোট ৫,৭৭২ জন। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২,৩০৬ জন। সুস্থ হয়ে ওঠার হার ৩৯.৯৫ শতাংশ, যা আগের তুলনায় অনেকটাই বেশি। এখনও পর্যন্ত করোনাভাইরাসে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২৭৩ জনের।

Coronavirus Outbreak in India (Photo Credits: IANS)

কলকাতা, ১ জুন: ৩১ মে পর্যন্ত রাজ্যে মোট করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা ছিল ৫,৫০১। ১ জুন নতুন করে অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৭১ জন। যা আগের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেছে। ১ জুন পর্যন্ত রাজ্যে আক্রান্তকারীর সংখ্যা মোট ৫,৭৭২ জন। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২,৩০৬ জন। সুস্থ হয়ে ওঠার হার ৩৯.৯৫ শতাংশ, যা আগের তুলনায় অনেকটাই বেশি। এখনও পর্যন্ত করোনাভাইরাসে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২৭৩ জনের।

শনিবার করোনা আক্রান্তের সুস্থ হয়ে ওঠার হার ছিল ৩৮.৪০ শতাংশ। রবিবার তা বেড়ে হয় ৩৯.২১ শতাংশ। সোমবার তা আরও বেশ কিছুটা বেড়ে যায়। এদিনই কেন্দ্র জানিয়েছে দেশজুড়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার হার ৪৭.৭৫ শতাংশ। আরও পড়ুন: Kolkata: আনলক ১-র প্রথম দিনেই শিকেয় সামাজিক দূরত্ব, যান-জটে চেনা পুরনো ছন্দে কলকাতা

শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভারত বিশ্বের করোনা ত্রস্ত দেশগুলির তালিকার সপ্তম স্থানে রয়েছে। বিশ্বজুড়ে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা তিন লক্ষেরও বেশি। মোট আক্রান্ত ৬ মিলিয়নেরও বেশি মানুষ। কোভিড-১৯ এর নিরিখে ধারাবাহিকভাবে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ৬৫৫। রবিবারই সেখানে ৮৯ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ২ হাজার ২৮৬। মুম্বইতেই করোনা আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়ে গেল। মহারাষ্ট্রে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট বলছে, রাজ্যে সুস্থতার হার ৪৩.৩৫ শতাংশ। মৃত্যুর হার ৩.৩৭ শতাংশ। এ রাজ্যে করোনা রোগী মোটামুটি ১৮ দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে ১৩ দিনের প্রায় সুস্থতার মুখে আক্রান্ত। যদিও দেশের ক্ষেত্রে করোনা রোগীকে সুস্থ হয়ে উঠতে লাগছে ১৬ দিনের কাছাকাছি সময়।