Coronavirus In West Bengal: রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত ১২, দেশে মৃতের সংখ্যা ছাড়াল ২০০
রাজ্যে নতুন করে করোনায় (COVID 19) আক্রান্ত ১২ জন। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন ৮৯ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত ৫। জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা (Rajiv Sinha)। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৯। আর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। অন্যান্য দিন মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করলেও শুক্রবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানিয়েছেন। এদিন মুখ্যসচিব যে তথ্য দিয়েছেন সেই অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত ২০৯৫ জনের করোনা টেস্ট হয়েছে। মুখ্যসচিব জানিয়েছেন, কোনও ব্যক্তির মৃত্যুর কারণ করোনা কিনা, তা স্থির করবেন রাজ্য স্বাস্থ্য দফতরের অডিট কমিটি। কলকাতা বা অন্য কোনও পৌরসভা নয়।
কলকাতা, ১০ এপ্রিল: রাজ্যে নতুন করে করোনায় (COVID 19) আক্রান্ত ১২ জন। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন ৮৯ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত ৫। জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা (Rajiv Sinha)। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৯। আর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। অন্যান্য দিন মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করলেও শুক্রবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানিয়েছেন। এদিন মুখ্যসচিব যে তথ্য দিয়েছেন সেই অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত ২০৯৫ জনের করোনা টেস্ট হয়েছে। মুখ্যসচিব জানিয়েছেন, কোনও ব্যক্তির মৃত্যুর কারণ করোনা কিনা, তা স্থির করবেন রাজ্য স্বাস্থ্য দফতরের অডিট কমিটি। কলকাতা বা অন্য কোনও পৌরসভা নয়।
গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ' সন্ধান' নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন বানানো হয়েছে। যা আশা কর্মীদের হাতে তুলে দেওয়া হবে। এরমাধ্যমে রাজ্যে করোনা-হটস্পট চিহ্নিত করা সহজ হবে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, রাজ্যের ৬১টি হাসপাতাল COVID-19 মোকাবিলা করছে। এছাড়াও ৫৬২টি কোয়ারান্টিন সেন্টার গড়ে তোলা হয়েছে। হোম কোয়ারান্টিন থেকে ৯,৫০০ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তবে ৪৫ হাজারের বেশি মানুষ এখনও হোম কোয়ারান্টিনে রয়েছেন। আরও পড়ুন: Kolkata: কোয়ারান্টিন সেন্টারের জন্য নেওয়া হোক তাঁর হাসপাতাল, রাজ্য সরকারকে প্রস্তাব দিলেন ট্যাক্সিচালক সইদুল
অন্যদিকে, দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দুশো ছাড়াল৷ মৃতের সংখ্যা বেড়ে হলো ২০৬৷ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর৷ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৭৮ জন। মোট আক্রান্তর সংখ্যা ৬৪১২।