BJP Bangla Bandh: রাজ্যজুড়ে পালিত হচ্ছে বনধ, সরকারের নির্দেশে হেলমেট পরে রাস্তায় নেমেছেন বাস চালকেরা, দেখুন ভিডিয়ো

আর জি কর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ।' এই জমায়ের রুখতে লাঠিচার্জ করে পুলিশ। জল কামান, কাঁদানে গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। আর তার প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দেয় বঙ্গ বিজেপি।

হেলমেট পরে বাস চালাচ্ছেন চালক (ছবিঃANI)

কলকাতাঃ আজ, ২৮ অগস্ট বাংলা বনধের(Bangla Bandh) ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি(Bharatiya Janata Party)। সকাল থেকেই এই বনধকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে। কোথাও রেল অবরোধ, কোথাও আবার পুলিশের(Police) সঙ্গে নেতাকর্মীদের বচসা, দিকে-দিকে ধরা পড়ছে একই ছবি। আর এ বার বনধের দিন আগাম সতর্কতা নিয়ে রাস্তায় নামছেন সরকারি বাসের(Government Bus) চালকেরা। উত্তরবঙ্গ পরিবহণ বিভাগের তরফেই নাকি এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি এক বাস চালকের। বুধবার সকালে উত্তর দিনাজপুরের রাস্তায় হেলমেট পরে দেখা যায় এক বাস চালককে। হেলমেট কেন? প্রশ্ন করা হলে সংবাদসংস্থা এএনআইকে তিনি উত্তর দেন, "আজ বাংলা জুড়ে বনধ। আমাদের সুরক্ষার জন্য সরকার থেকে হেলমেট পরার নির্দেশ দেওয়া হয়েছে। " এই একি ছবি ধরা পড়েছে খোদ কলকাতার বুকেও। রাস্তায় নেমেছে হাতেগোনা বাস। তার মধ্যে সরকারি বাসই বেশি চোখে পড়ছে। আর মাথায় হেলমেট পরেই বাস চালাচ্ছেন চালকেরা। প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ।' এই জমায়ের রুখতে লাঠিচার্জ করে পুলিশ। জল কামান, কাঁদানে গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। আর তার প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দেয় বঙ্গ বিজেপি। যদিও নবান্নের তরফে এই বনধের বিরোধিতা করা হয়েছে।

হেলমেট পরে বাস চালাচ্ছেন সরকারি বাসের চালকেরা