Realme Narzo 30 Series India Launch: স্মার্টফোন থেকে ইয়ার বাড, রিয়েলমি নিয়ে এল একগুচ্ছ নতুন প্রোডাক্ট বাজারে

Realme Buds Air 2-তে রয়েছে নয়েজ ক্যানসেলেশন, 88ms সুপার লো ল্যাটেন্সি, ১০ এমএম Hi-Fi Bass বুস্ট ড্রাইভার এবং ২৫ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাকের ক্ষমতা।

রিয়েলমি ইন্ডিয়া অফিসিয়ালি লঞ্চ করল রিয়েলমি বাডস এয়ার ২ ইয়ারবাড-সহ Narzo 30 Pro 5G এবং Narzo 30A। Narzo 30 Pro 5G ৪ মার্চ থেকে কিনতে পারবেন আপনি, অন্যদিকে Narzo 30A এবং Realme Buds Air 2 মিলবে যথাক্রমে ৫ মার্চ এবং ২ মার্চ থেকে। Narzo 30 Pro-তে ৪৮ মেগাপিক্সেল মেইন লেন্স, ৮এমপি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ এমপি ম্যাক্রো সেন্সর-সহ রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। স্মার্টফোনটির সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে ১৬ এমপি শুটার। Narzo 30A স্পোর্টসে ১৩এমপি প্রাইমারি স্ন্যাপার এবং B&W পোট্রেট লেন্স-সহ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। এর সামনে রয়েছে ৮এমপি ডিসপ্লে সেলফি শুটার। Narzo 30 Pro এবং Narzo 30A-র ফিচার যথাক্রমে 2400x1080 and 1600x720 রিজলিউশন-সহ ৬.৫ ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন। Narzo 30A স্মার্টফোনে 18W Type-C ক্যুইক চার্জিং সাপোর্ট-সহ রয়েছে ৬ হাজার মেগাহার্ৎজ ব্যাটারি। অন্যদিকে Narzo 30 Pro-তে 30W Dart চার্জিং ফেসিলিটি-সহ রয়েছে ৫ হাজার মেগাহার্ৎজ ব্যটারি।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now