Neel Trina Reception Photos: শহরের পাঁচতারা হোটেলে নীল-তৃণার রিসেপশন, দেখুন ভিডিও
মটন থেকে পনীর, সমস্ত রকমের খাবারই ছিল রিসেপশনে খাবারের তালিকায়। বলিউডের কালা চশমা গানে পায়ে পা মেলালেন নীল-তৃণা, ইনস্টাগ্রামে শেয়ার করলেন সুন্দর মুহূর্তের সেই ছবি।
১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-র দিন শহরের নামজাদা হোটেলে রিসেপশন সারলেন তৃণা-নীল। ১০ বছরের প্রেমের সম্পর্ক অবশেষে পেল পরিণতি, ৪ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন দুই তারকা। রিসেপশনে একেবারে 'জমিদার বাড়ির' সাজে সেজে উঠেছিলেন দু'জনে। রিসেপশনে একেবারে 'জমিদার বাড়ির' সাজে সেজে উঠেছিলেন দু'জনে। লাল রঙের লেহেঙ্গা, সোনার গয়না আর সিঁথি ভর্তি সিঁদুরে তৃণাকে দেখতে লাগছিল অপূর্ব। অন্যদিকে মেরুণ রঙের শেরওয়ানিতে সেজেছিলেন নীল, কাঁধে ছিল সোনালী রঙের উত্তরীয়। অন্যদিকে মেরুণ রঙের শেরওয়ানিতে সেজেছিলেন নীল, কাঁধে ছিল সোনালী রঙের উত্তরীয়। বিয়ের পর রিসেপশনের পার্টিতেও আয়োজনের কোনও খামতি ছিল না; তারকাদের সমাহারে ১৪ ফেব্রুয়ারি, ২০২১ স্মরণীয় হয়ে রইল তৃণীলের জীবনে। বিয়ের পর রিসেপশনের পার্টিতেও আয়োজনের কোনও খামতি ছিল না; তারকাদের সমাহারে ১৪ ফেব্রুয়ারি, ২০২১ স্মরণীয় হয়ে রইল তৃণীলের জীবনে।