WhatsApp Bans 3 Million Indian Accounts: ৪৬ দিনে ৩০ লাখ ভারতীয় ইউজারকে ব্লক করল WhatsApp, কেন জানেন?
চলতি বছরের নতুন তথ্যপ্রযুক্তি আইনের (New Information Technology Rules 2021) আওতায় ৩০ লক্ষ ভারতীয় অ্যাকাউন্টকে নিষিদ্ধ করল জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp (WhatsApp Bans 3 Million Indian Accounts)৷
নতুন দিল্লি, ১ সেপ্টেম্বর: চলতি বছরের নতুন তথ্যপ্রযুক্তি আইনের (New Information Technology Rules 2021) আওতায় ৩০ লক্ষ ভারতীয় অ্যাকাউন্টকে নিষিদ্ধ করল জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp (WhatsApp Bans 3 Million Indian Accounts)৷ ১৬ জুন থেকে ৩১ জুলাই, এই ৪৬ দিনের মধ্যে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে৷ সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে ১৩৭টি রিপোর্ট হয়েছে৷ তার মধ্যে একটিকে নিষিদ্ধ ঘোষণার জন্য আসা অনুরোধ সংখ্যা ৩১৬৷ Whatsapp ব্যবহারকারীরাই সমস্ত অভিয়োগ এনেছেন৷ সেই সব অভিযোগের মূল্যায়ণ করার পর অভিযোগকারীকে যথাযথ উত্তরও দেওয়া হয়েছে৷ সামগ্রিকভাবে, ভারতে ৯৫ শতাংশেরও বেশি নিষিদ্ধ হওয়া Whatsapp অ্যাকাউন্টের নেপথ্যে রয়েছে 'স্প্যাম'৷ ২০১৯থেকে এই বাল্কে মেসেজ করার প্রবণতা অনেকটাই বেড়েছে৷ আরও পড়ুন-Gold Vada Pav: বিশ্বে প্রথম, দুবাইের রাস্তায় বিকোচ্ছে সোনার বড়া পাও; (দেখুন ভিডিও)
১৫ সে থেকে ১৫ জুন এই এক মাসের মধ্যে Whatsapp প্রথম অভিযোগ রিপোর্ট তৈরি করে৷ সেখানে বলা হয় ২০ লাখ ভারতীয় ইউজারকে নিষিদ্ধ করা হচ্ছে৷ সার্চ ইঞ্জিন গুগল-ও দেড় লাখেরও বেশি কনটেন্টকে উড়িয়ে দিয়েছে৷ জুলাই মাসে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেয় গুগল৷ মে জুন মাসে জমা পড়া অভিযোগগুলি মূল্যায়ণের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ জমা পড়া অভিযোগের মধ্যে ৯৮ শতাংশের বেশির বিষয়বস্তু ছিল কপিরাইট সংক্রান্ত অভিযোগ৷