Twitter: ভারতে ট্যুইটারের অফিস বন্ধ করলেন এলন মাস্ক? রিপোর্টে চাঞ্চল্য

রিপোর্টে প্রকাশ, বেঙ্গালুুরুতে ট্যুইটারের যে অফিস রয়েছে, সেটাই আপাতত চলবে। যেখানে ইঞ্জিনিয়ররা রয়েছেন সবচেয়ে বেশি। বেঙ্গালুরু ছাড়া মুম্বই এবং দিল্লির অফিস বন্ধ করে দেওয়া হয়েছে সংস্থার তরফে।

Elon Musk (Photo Credit: File Photo)

দিল্লি, ১৭ ফেব্রুয়ারি: ২০২২ সালের শেষ থেকে গণছাঁটাই শুরু করা হয়। ট্য়ুইটারে (Twitter) গণছাঁটাই শুরুর পর এবার অফিস বন্ধ করলেন এলন মাস্ক। সূত্রের খবর ভারতে ট্য়ুইটারের ৩টি অফিসের মধ্যে দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। ট্যুইটার ইন্ডিয়ার কর্মীরা যাতে বাড়ি থেকে কাজ করেন, সেই নির্দেশ দিয়ে বন্ধ করা হয়েছে অফিস। সূত্রের খবর, এলন মাস্ক মুম্বই (Mumbai) এবং দিল্লির (Delhi) ট্য়ুইটারের অফিস বন্ধ করে দিয়েছেন। মাইক্রো ব্লগিং সাইট থেকে যত কর্মী ছাঁটাই করা হয়েছে, তার মধ্যে ২০০ জনের বেশি কর্মীকে মাস্ক (Elon Musk) সরিয়েছেন ভারত থেকে। মিলছে এমন খবর।

রিপোর্টে প্রকাশ, বেঙ্গালুুরুতে (Bengaluru) ট্যুইটারের যে অফিস রয়েছে, সেটাই আপাতত চলবে। যেখানে ইঞ্জিনিয়ররা রয়েছেন সবচেয়ে বেশি। বেঙ্গালুরু ছাড়া মুম্বই এবং দিল্লির অফিস বন্ধ করে দেওয়া হয়েছে সংস্থার তরফে।

আরও পড়ুন: Twitter Down: ট্য়ুইটার কাজ করছে না, এলন মাস্কের সংস্থার বিরুদ্ধে ফুঁসে উঠছেন ইউজাররা

তবে মাস্ক যে শুধু ভারতেই  ট্য়ুইটারের অফিস বন্ধ করছেন এমন নয়, গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন দেশে বন্ধ করা হচ্ছে সংস্থার কার্যালয়। ট্য়ুইটার থেকে খরচ বাঁচাতেই প্রথমে গণহারে ছাঁটাই, তারপর একের পর এক অফিস বন্ধ করছেন এলন মাস্ক।