Amazon US: টিকটককে নিষিদ্ধ ঘোষণা করল ই-কমার্স জায়ান্ট অ্যামাজন আমেরিকা

ই-কমার্স জায়ান্ট অ্যামাজন আমেরিকায় তাদের কর্মীদের সমস্ত চিনা অ্যাপ টিকটক নিষিদ্ধ ঘোযণা করে ডিলিট করার নির্দেশ দেয়। রিপোর্ট অনুযায়ী, তাদের তথ্য সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তাদের কর্মীদের নিজেদের ল্যাপটপে টিকটক ভিডিও দেখার অনুমতি দিয়েছে। তবে এবিষয়ে কোনও বিবৃতি এখনও পর্যন্ত আসেনি।

টিকটক লোগো (Photo Credits: IANS)

নিউইয়র্ক, ১১ জুলাই: ই-কমার্স জায়ান্ট অ্যামাজন (Amazon) আমেরিকায় (America) তাদের কর্মীদের সমস্ত চিনা অ্যাপ টিকটক (TikTok) নিষিদ্ধ ঘোযণা করে ডিলিট করার নির্দেশ দেয়। রিপোর্ট অনুযায়ী, তাদের তথ্য সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তাদের কর্মীদের নিজেদের ল্যাপটপে টিকটক ভিডিও দেখার অনুমতি দিয়েছে। তবে এবিষয়ে কোনও বিবৃতি এখনও পর্যন্ত আসেনি।

নিউইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, অ্যামাজন কর্মীদের জানায়, মোবাইলে অ্যামাজন ই-মেল্ খোলা থাকলে সেখান থেকে টিকটক অ্যাপটি মুছে ফেলতে হবে। তথ্য সুরক্ষার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোবাইলে অ্যামাজনের ই-মেল্ জারি রাখার জন্য ১০ জুলাইতেই অ্যাপটি আনইনস্টল করতে হবে। টিকটক হল সেই কোম্পানি যা বাইট ডান্সের নিয়ন্ত্রণাধীন। আরও পড়ুন, মাত্র ৮ হাজার টাকার মধ্যে ভারতের বাজারে আসছে রিয়েলমি-র দুর্দান্ত স্মার্টফোন

শুধু তাই নয়, আমেরিকার কিছু নেতানেত্রীরাও এই চিনা অ্যাপগুলি বন্ধ করার পক্ষপাতী। তারাও মনে করেন তথ্য সুরক্ষার নিরিখে এগুলি ক্ষতিকর হতে পারে। তাই জাতীয় সুরক্ষার নিরিখে তারাও ভারতের মত একই পথে হাঁটতে চলেছে। এদিকে, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের কোভিড-র জবাব দিতে অ্যাপি ব্যান করার পরিকল্পনা করছেন। ভারত ইতিমধ্যে চিনা ৫৯ টি অ্যাপি নিষিদ্ধ ঘোষণা করেছে। অ্যাপিগুলি আপাতত কার্যকর নয়। এদিকে ভারতীয় আর্মিতে নিষিদ্ধ চিনা অ্যাপগুলির পাশাপাশি ফেসবুক, টিন্ডারও।