Tech Layoffs 2023: ফের ছাঁটাইয়ের চোখ রাঙানি, বিশ্ব জুড়ে চাকরি যাচ্ছে বহু মানুষের
পিফাইজারও ছাঁটাই করছে ব্রিটেনে। এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি সংস্থার বিভিন্ন দফতর থেকে কর্মীদের সরাচ্ছে বলে খবর। ওয়েলস ফার্গোর তরফেও চলছে ছাঁটাই। আমেরিকার এই কোম্পানিও সংস্থার বিভিন্ন দফতর থেকে কর্মীদের ছাঁটাই করছে বলে খবর।
ফের ছাঁটাই। গুগল, অ্যামাজন, স্ন্যাপ, মাইক্রোসফট-সহ একাধিক বড় কোম্পানিতে ফের কর্মী ছাঁটাই। গত বছর থেকে এখনও পর্যন্ত তথ্য প্রযুক্ত সংস্থাগুলি গোটা বিশ্ব জুড়ে একের পর এক ছাঁটাই করেছে। সেই ধারা এখনও অব্যাহত। তথ্য প্রযুক্তি সংস্থার পাশাপাশি আরও অনে বড় সংস্থার তরফে কর্মী ছাঁটাই করা হয়। বিভিন্ন কারণ দেখিয়ে এই কোম্পানিগুলি ছাঁটাই শুরু করে। গোটা বিশ্ব জুড়ে ২.৪ থেকে ২.৫ লক্ষ কর্মীকে তথ্য প্রযুক্তি সংস্থাগুলি ছাঁটাই করেছে বলে খবর। এবারও সেই ধারা বজায় রাখছে গুগল, অ্যামাজন, মাইক্রোসফের মত বড় কোম্পানিগুলি।
রিপোর্টে প্রকাশ, এবারও গুগল বিভিন্ন কারণে বেশ কিছু কর্মীকে ছাঁটাই করছে।
অ্যামাজন তাদের দ্বিতীয় দফার ছাঁটাই পর্বে ১৮০ জনকে চাকরি থেকে সরাচ্ছে। অ্যামাজনের গেমিং ডিভিশন থেকে এই ছাঁটাই পর্ব চলবে বলে জানানো হয়।
স্ন্যাপের তরফেও ছাঁটাই করা হচ্ছে। প্রোডাক্ট টিম থেকে ২০ শতাংশ কর্মীর চাকরি যাবে বলে খবর। বর্তমানে বাজারের যে পরিস্থিতি,তার সঙ্গে লড়াই করতেই এই ছাঁটাই বলে স্ন্যাপের তরফে জানানো হয়।
পিফাইজারও ছাঁটাই করছে ব্রিটেনে। এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি সংস্থার বিভিন্ন দফতর থেকে কর্মীদের সরাচ্ছে বলে খবর।
ওয়েলস ফার্গোর তরফেও চলছে ছাঁটাই। আমেরিকার এই কোম্পানিও সংস্থার বিভিন্ন দফতর থেকে কর্মীদের ছাঁটাই করছে বলে খবর।
ভিয়াসাত নামের টেলিকম কোম্পানি বিভিন্ন ক্ষেত্র থেকে কর্মীদের চাকরি থেকে সরাচ্ছে বলে জানা যাচ্ছে।