Alcohol Home Delivery: বাড়ি বসেই অনলাইনে মদ অর্ডার করার সুযোগ করে দিল সুইগি ও জোম্যাটো

নিজের বাড়িতে বসেই অনলাইনে মদ অর্ডার করার সুযোগ নিয়ে এল সুইগি ও জোম্যাটো। ঝাড়খণ্ড ও ওড়িশার পর এবার কলকাতা ও শিলিগুড়িতে মদের হোম ডেলিভারি (Home Delivery of Alcohol) শুরু করেছে এই দুই সংস্থা৷ রাজ্যের অন্য শহরেও শীঘ্রই এই পরিষেবা চালু করা হবে বলে জানানো জানিয়েছে এই দুই সংস্থা৷ বৃহস্পতিবার সংস্থার তরফে জানানো হয় সুইগি তাদের লজিস্টিক ও টেকনোলজি ব্যবহার করে গাইডলাইন মেনে চলছে ও সামাজিক দূরত্বও বজায় রাখছে৷

মদ, প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কলকাতা, ৫ জুন: নিজের বাড়িতে বসেই অনলাইনে মদ অর্ডার করার সুযোগ নিয়ে এল সুইগি (Swiggy) ও জোম্যাটো (Zomato)। ঝাড়খণ্ড ও ওড়িশার পর এবার কলকাতা ও শিলিগুড়িতে মদের হোম ডেলিভারি (Home Delivery of Alcohol) শুরু করেছে এই দুই সংস্থা৷ রাজ্যের অন্য শহরেও শীঘ্রই এই পরিষেবা চালু করা হবে বলে জানানো জানিয়েছে এই দুই সংস্থা৷ বৃহস্পতিবার সংস্থার তরফে জানানো হয় সুইগি তাদের লজিস্টিক ও টেকনোলজি ব্যবহার করে গাইডলাইন মেনে চলছে ও সামাজিক দূরত্বও বজায় রাখছে৷

রাজ্যের আরও ২৪ টি শহর শীঘ্রই সুইগি অ্যালকোহল ডেলিভারি করবে বলে আশা করা হচ্ছে। COVID-19 লকডাউনের সময় অ্যালকোহলের অনলাইন ডেলিভারি একটি আকর্ষণীয় ব্যবসার সুযোগ হয়ে দাঁড়িয়েছে। সুইগি-র তরফে জানানো হয়েছে করোনাভাইরাস মহামারীর মধ্যে দোকানে ভিড় কমানোর উদ্দেশ্যেই মদের হোম ডেলিভারি শুরু করেছে তারা৷ তারা আরও জানিয়েছে ঝাড়খণ্ড, ওড়িশায় সাফল্য পাওয়ার পর এবার পশ্চিমবঙ্গেও এই পরিষেবা চালু করা হচ্ছে৷ বর্তমানে কলকাতা ও শিলিগুড়িতে পরিষেবা চালু করা হয়েছে৷ আরও পড়ুন, বৃহস্পতিবার সারা দিনে নতুন আক্রান্ত ৯,৮৫১ জন, ভারতে করোনা রোগীর সংখ্যা এখন ২ লক্ষ ২৬ হাজার ৭৭০

সমস্ত তথ্য যাচাইয়ের পরে বড় শহরগুলির অনুমোদিত খুচরো বিক্রেতাদের সঙ্গে চুক্তি করেছে তারা। তারা গ্রাহকদের রিয়েল-টাইম অর্ডারের সম্পর্কে অবহিত করতে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে মদ 'স্টক ইন' বা 'স্টক আউট' হিসাবে চিহ্নিত করবে। তবে সংস্থা দুটি ডেলিভারি পার্টনারদের থেকে শিপিংয়ের আগে পণ্যের সত্যতা নিশ্চিত করতে প্রতিটি বোতলে কিউআর কোডটি স্ক্যান করে নেবে।