Soundpod By Google Pay: ফোনপে, পেটিএম-কে চ্যালেঞ্জ জানিয়ে গুগল বাজারে আনছে সাইন্ডপড, জানুন এর কাজ

ভারতে অনলাইন পেমেন্ট বা UPI পেমেন্ট ট্র্যাক করার জন্যে সাউন্ডপডকে পরীক্ষামূলক ভাবে ইতিমধ্যেই চালু করেছে গুগল। ভারতের নির্বাচিত কিছু স্থানে অনলাইন অর্থ আদান প্রদান ট্র্যাক করতে বাজারে প্রবেশ করেছে গুগলের সাউন্ডপড।

Soundpod By Google Pay (Photo Credits: Twitter)

Soundpod By Google Pay: UPI পেমেন্ট মার্কেটে ফোনপে (PhonePe), পেটিএম (Paytm) কে চ্যালেঞ্জ জানিয়ে গুগল বাজারে নিয়ে আসছে সাউন্ডপড (Soundpod By Google Pay)। ভারতে অনলাইন পেমেন্ট বা UPI পেমেন্ট ট্র্যাক করার জন্যে সাউন্ডপডকে পরীক্ষামূলক ভাবে ইতিমধ্যেই চালু করেছে গুগল। ভারতের নির্বাচিত কিছু স্থানে অনলাইন অর্থ আদান প্রদান ট্র্যাক করতে বাজারে প্রবেশ করেছে গুগলের সাউন্ডপড।

এক সংবাদ সংস্থা সূত্রে খবর, গুগলের এই নতুন UPI পেমেন্ট অ্যাপ সাউন্ডপড নামটি দিয়েছে গুগল পে নিজেই। যা দিল্লি সহ উত্তর ভারতে বিভিন্ন রাজ্যে চালু হয়েছে। যেসকল বিক্রেতাদের কাছে UPI পেমেন্ট এর জন্যে গুগল পে (Google Pay) ছিল তাঁদের বিনামূল্যের সাউন্ডপড দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে (Soundpod By Google Pay)। আগামীতে আরও ব্যবসায়ীদের তা দেওয়া হবে বলে সময়ও বেঁধে দিয়েছে গুগল।

ডিজিটাল প্রযুক্তির উন্নয়নের সঙ্গে বাকি সব কিছুর মতই অনলাইনে অর্থ আদান প্রদানের প্রবণতা মোটামুটি সকলের মধ্যেই বৃদ্ধি পেয়েছে। আর সাউন্ডপড এর (Soundpod By Google Pay) মাধ্যমে সহজেই ব্যবসায়ীদের অর্থ লেনদেন ট্র্যাক করা সম্ভব। যা নানা নতুন ফিচারে সমৃদ্ধ। এতে রয়েছে বিল্ট ইন স্পিকার। যা একাধিক ভাষায় আপনার UP পেমেন্ট নিশ্চিত করে।

পেটিএম (Paytm) এবং ফোনপে (PhonePe) ইতিমধ্যেই তাঁর ব্যবসায়ীদের সাউন্ডবক্স প্রদান করেছে। এই সাউন্ডবক্স থাকার সুবিধা হল, টাকা লেনদেনদের পর ভয়েস সতর্কতা জারি করে এটি। যার ফলে ব্যবহারকারীরা নিজেদের পেমেন্ট নিয়ে নিশ্চিত এবং নিরাপদ থাকতে পারেন। ফোনপে, পেটিএম-এর পথ অনুসরণ করে সাইন্ডপড (Soundpod By Google Pay) বাজারে আনছে গুগল।

ভারতের বাজারে গুগল ইন্টারনেটের ব্যাপক ব্যবসা রয়েছে। গুগল ইন্টারনেটের দ্বিতীয় বৃহত্তম ব্যবসা রয়েছে ভারতে। তবে বর্তমানে ভারতে নানা সমস্যার মুখোমুখি হচ্ছে গুগল। গুগলের আন্ড্রয়েড সিস্টেমের উপর নজর রাখছে ভারত সরকার। সংস্থার উপর জরিমানাও আরোপ করা হয়েছে সরকার কর্তৃক।