ShareChat Layoffs: কর্মী ছাঁটাই অভিযান শেয়ার চ্যাটে, কাজ হারাবেন ২০% কর্মী

তাঁদের স্বাস্থ্যবীমা ৩০ জুন ২০২৩ সাল পর্যন্ত টানবে কোম্পানি। এমনকি সংস্থা থেকে কর্মীদের যে মোবাইল এবং ল্যাপটপ দেওয়া হয়েছে সেগুলো কর্মীরা নিজের কাছেই রাখতে পারেন।

Share Chat (Photo Credits: Wikimedia Commons)

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম শেয়ার চ্যাট (ShareChat) এবং শর্ট ডিয়ো মাধ্যম মোজো-র (Mojo) পেরেন্ট কোম্পানি মহাল্লা টেক (Mohalla Tech) কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার সিইও অঙ্কুশ সচদেভা জানিয়েছেন, প্রাথমিকভাবে সংস্থার নবীন কর্মীদের ছাঁটাই করা হবে। অন্ততপক্ষে ২০% কর্মী বাদ পড়বে এই ছাঁটাই অভিযানে (ShareChat Layoffs)।  শুরু অ্যামাজনের কর্মী ছাঁটাই, অফিসেই কান্নায় ভেঙে পড়লেন কর্মচারীরা

কর্মীদের কাছে ইমেল মারফৎ জানানো হয়েছে ছাঁটাইয়ের (ShareChat Layoffs) সংবাদ। সিইও লেখেন, ‘অন্যন্ত দুঃখের সঙ্গে এই কঠিন পদক্ষেপ নিতে হচ্ছে। অর্থনৈতিক মন্দার জেরে আমাদের প্রতিভাবান কর্মীদের মধ্যে ২০%কে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার আর্থিক দিক সুনিশ্চিত করতেই এমন পদক্ষেপ’।

একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শেয়ার চ্যাটের বেঙ্গালুরু অফিস থেকে ৫০০ জন কর্মীকে ছাঁটাই করা হচ্ছে (ShareChat Layoffs)। গত বছর ডিসেম্বরেও শেয়ার চ্যাট ১০০০ কর্মচারীর থেকে কর্ম সংস্থান কেড়ে নিয়েছিল।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ার চ্যাট থেকে যে সকল কর্মীরা কাজ হারাচ্ছেন তাঁদের অতিরিক্ত ১৫ দিনের বেতন দেওয়া হবে। এছাড়াও তাঁদের স্বাস্থ্যবীমা ৩০ জুন ২০২৩ সাল পর্যন্ত টানবে কোম্পানি। এমনকি সংস্থা থেকে কর্মীদের যে মোবাইল এবং ল্যাপটপ দেওয়া হয়েছে সেগুলো কর্মীরা নিজের কাছেই রাখতে পারেন।

কর্মীদের কাছে পাঠানো ইমেলে সিইও অঙ্কুশ সচদেভা সবশেষে তাঁদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেছেন, ‘আমি ভীষণই দুঃখিত সংস্থার কর্মীদের চাকরি আমি নিশ্চিত করতে পারলাম না'।