Facebook: ফেসবুকে বিসনেস অ্য়াকাউন্ট থাকলেই বিপদ? সাবধান

Hackers, Representational Image (Photo Credit: IANS)

ফের নয়া বিপদ। ফেসবুকের বিসনেস অ্যাকাউন্ট হ্যাকের জন্য এবার নয়া ম্যালওয়্যার ব্যবহার করছে হ্যাকাররা। ফেসবুকে যাঁদের বিসনেস অ্যাকাউন্ট রয়েছে, তা হ্যাক করতেই নয়া পন্থা হ্যাকারদের। এমনই একটি রিপোর্ট ঘিরে এবার চাঞ্চল্য ছড়াতে শুরু করেছে। ফেসবুকের তথ্য চুরি করতে 'ডাকটেল'-এর ম্যালওয়্যারের একটি নতুন সংস্করণ আবিষ্কার হয়েছে। সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ্যে আসে, সেখানকারই একটি নতুন প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ফেসবুকের বিসনেস অ্যাকাউন্টগুলি হ্যাক করতেই এই পথ বেছে নেওয়া হচ্ছে বলে খবর।

 



@endif