Redmi Note 9 Series: ভারতে লঞ্চ হল Redmi Note 9 Pro Max ও Redmi Note 9 Pro, জেনে নিন কী কী থাকছে দুটি ফোনে, দাম কত?
ভারতে Note 9 সিরিজের দুটি নতুন ফোন বাজারে আনল রেডমি ইন্ডিয়া। নতুন NOTE 9 সিরিজের স্মার্টফোনগুলি হল NOTE 9 Pro এবং NOTE 9 Pro Max। এই দুই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে। ফোনের পিছনে থাকছে চারটি করে ক্যামেরা। Redmi Note 9 সিরিজের নতুন ফোনগুলিতে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। কানেক্টিভিটির জন্য USB Type-C পোর্ট থাকছে। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 128GB পর্যন্ত স্টোরেজে এই ফোনগুলি পাওয়া যাবে। Redmi Note 9 Pro Max -এ 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকছে।
নতুন দিল্লি, ১২ মার্চ: ভারতে Note 9 সিরিজের দুটি নতুন ফোন বাজারে আনল রেডমি ইন্ডিয়া। নতুন NOTE 9 সিরিজের স্মার্টফোনগুলি হল NOTE 9 Pro এবং NOTE 9 Pro Max। এই দুই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে। ফোনের পিছনে থাকছে চারটি করে ক্যামেরা। Redmi Note 9 সিরিজের নতুন ফোনগুলিতে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। কানেক্টিভিটির জন্য USB Type-C পোর্ট থাকছে। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 128GB পর্যন্ত স্টোরেজে এই ফোনগুলি পাওয়া যাবে। Redmi Note 9 Pro Max -এ 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকছে।
রেডমি Note 9 Pro-র স্পেসিফিকেশন: ডুয়াল সিম রেডমি Note 9 Pro-তেও। রয়েছে Android 10 অপারেটিং সিস্টেম। তাছাড়া থাকছে কম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে। রয়েছে Snapdragon 720G চিপসেট, 6GB LPDDR4X RAM আর 128GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ। রেডমি Note 9 Pro-র রয়েছে চারটি ব্যাক ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা। কানেক্টিভিটির জন্য রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, ইনফ্রারেড (IR), NavIC, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। রয়েছে 5,020 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জিং।
রেডমি Note 9 Pro Max-র স্পেসিফিকেশন: ডুয়াল সিম Redmi Note 9 Pro Max -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনে রয়েছে Snapdragon 720G চিপসেট, 8GB LPDDR4X RAM আর 128GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ। এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 64 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, ইনফ্রারেড (IR), NavIC, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,020 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জিং।
Redmi Note 9 Pro Max ও Redmi Note 9 Pro -র দাম:
6GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 9 Pro Max এর দাম 14,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 16,999 টাকা খরচ হবে। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোনের দাম 18,999 টাকা। 25 মার্চ বিক্রি শুরু হবে Redmi Note 9 Pro Max। অন্যদিকে 4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 9 Pro -র দাম 12,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 15,999 টাকা খরচ হবে। নীল, সাদা ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। 17 মার্চ থেকে কেনা যাবে Redmi Note 9 Pro। Amazon.in ও Mi.com থেকে এই দুই স্মার্টফোন কেনা যাবে। দেশের বিভিন্ন জনপ্রিয় রিটেলারের কাছ থেকেও পাওয়া যাবে এই দুই স্মার্টফোন।