Poco M2 Pro India Sale: দুরন্ত সেল! ১৪ হাজারের মধ্যে পোকোর দুর্দান্ত ফোন, বিক্রি শুরু ফ্লিপকার্টে

Poco M2 Pro স্মার্টফোনের বিক্রি শুরু হল দেশে। মোবাইলটি কিনলেই মিলবে ৩ হাজার টাকার ছাড়, ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক, অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে কিনলে পাবেন আনলিমিটেড ক্যাশব্যাক, অ্যাক্সিস ব্যাঙ্ক বাজ ক্রেডিট কার্ডে মিলবে ৫ শতাংশ ছাড় এবং ইএমআই-তে লাগছে না অতিরিক্ত টাকা। স্মার্টফোনটির ফিচার- 6.67- ইঞ্চি FHD+ ট্রিপল কর্নিং গোরিলা গ্লাস ডিসপ্লে, রিজলিউশন ২৪০০x১০৮০ পিক্সেল এবং সিনেম্যাটির অ্যাসপেক্ট রেশিও ২০:৯। মোবাইলে রয়েছে ৪৮ এমপি মেইন স্ন্যাপার, ৮ এমপি আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৫ এমপি ম্যাক্রো লেন্স এবং ২ এমপি ডেপথ সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য নাইট মোড ফিচার-সহ ১৬এমপি শুটার রয়েছে।

Poco M2 Pro Launched in India (Photo Credits: Poco India Official Twitter)

Poco M2 Pro স্মার্টফোনের বিক্রি শুরু হল দেশে। মোবাইলটি কিনলেই মিলবে ৩ হাজার টাকার ছাড়, ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক, অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে কিনলে পাবেন আনলিমিটেড ক্যাশব্যাক, অ্যাক্সিস ব্যাঙ্ক বাজ ক্রেডিট কার্ডে মিলবে ৫ শতাংশ ছাড় এবং ইএমআই-তে লাগছে না অতিরিক্ত টাকা। স্মার্টফোনটির ফিচার- 6.67- ইঞ্চি FHD+ ট্রিপল কর্নিং গোরিলা গ্লাস ডিসপ্লে, রিজলিউশন ২৪০০x১০৮০ পিক্সেল এবং সিনেম্যাটির অ্যাসপেক্ট রেশিও ২০:৯। মোবাইলে রয়েছে ৪৮ এমপি মেইন স্ন্যাপার, ৮ এমপি আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৫ এমপি ম্যাক্রো লেন্স এবং ২ এমপি ডেপথ সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য নাইট মোড ফিচার-সহ ১৬এমপি শুটার রয়েছে।

33W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫ হাজার মেগাহার্ৎজ ব্যাটারি রয়েছে স্মার্টফোনটিতে। Poco M2 Pro স্মার্টফোনটি পাওয়ার্ড বাই Adreno 618 GPU-সহ Qualcomm Snapdragon 765G Chipset। কালোর দু'টো শেড, নীল এবং সবুজের দু'টো শেডে পাওয়া যাচ্ছে ফোনটি। 4GB ব়্যাম + 64GB ইন্টারনাল স্টোরেজ, 6GB ব়্য়াম + 64GB ইন্টারনাল স্টোরেজ & 6GB ব়্যাম + 128GB ইন্টারনাল স্টোরেজ, যা এক্সপ্যান্ড করা যাবে 512GB পর্যন্ত- ব়্যাম এবং ইন্টারনাল স্টোরেজের উপর ভিত্তি করে তিন ধরণের পাওয়া যাচ্ছে ফোনটি। 4GB ব়্যাম + 64GB ইন্টারনাল স্টোরেজের ফোনের দাম ১৩,৯৯৯ টাকা, 6GB ব়্য়াম + 64GB ইন্টারনাল স্টোরেজ মিলবে ১৪,৯৯৯ এবং 6GB ব়্যাম + 128GB ইন্টারনাল স্টোরেজের দাম ১৬,৯৯৯ টাকা।



@endif