Lunar Eclipse June 2020: আগামীকাল বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ, জানুন ঠিক কখন, কোথা থেকে দেখা যাবে গ্রহণ
আগামীকাল অর্থাৎ ৫ জুন এ বছরের দ্বিতীয় কলম্বীয় চন্দ্রগ্রহণ (Lunar Eclipse June 2020)। এর আগে বছরের শুরুতেই দেখা গেছিল প্রথম চন্দ্রগ্রহণ। ঠিক ১৬ দিনের মাথায় ২১ জুন হবে সূর্যগ্রহণ। ২০২০ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, দক্ষিণ / পূর্ব দক্ষিণ অ্যামেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগর এবং অ্যান্টার্কটিকার বেশিরভাগ অঞ্চলে দৃশ্যমান হবে। ভারতে দেখা যাবে চন্দ্রগ্রহণ, দেখা যাবে কলকাতাতেও। এই প্রতিবেদনে আমরা চন্দ্রগ্রহণে তারিখ এবং সময় নিয়ে এসেছি। ২০২০ সালে আমরা চারটি কলম্বীয় চন্দ্রগ্রহণের সাক্ষী হব, যার মধ্যে প্রথমটি ১০-১১ জানুয়ারির মধ্যে দেখা গেছিল।
আগামীকাল অর্থাৎ ৫ জুন এ বছরের দ্বিতীয় কলম্বীয় চন্দ্রগ্রহণ (Lunar Eclipse June 2020)। এর আগে বছরের শুরুতেই দেখা গেছিল প্রথম চন্দ্রগ্রহণ। ঠিক ১৬ দিনের মাথায় ২১ জুন হবে সূর্যগ্রহণ। ২০২০ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, দক্ষিণ / পূর্ব দক্ষিণ অ্যামেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগর এবং অ্যান্টার্কটিকার বেশিরভাগ অঞ্চলে দৃশ্যমান হবে। ভারতে দেখা যাবে চন্দ্রগ্রহণ, দেখা যাবে কলকাতাতেও। এই প্রতিবেদনে আমরা চন্দ্রগ্রহণে তারিখ এবং সময় নিয়ে এসেছি। ২০২০ সালে আমরা চারটি কলম্বীয় চন্দ্রগ্রহণের সাক্ষী হব, যার মধ্যে প্রথমটি ১০-১১ জানুয়ারির মধ্যে দেখা গেছিল।
৫ জুন রাত ১১টা ১৫থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ। ৬ জুন রাত দুপুর ২টো ৩৪ মিনিট পর্যন্ত চলবে। পূর্ণাঙ্গ পর্যায়ে গ্রহণটি দেখা যাবে ৬ জুন রাত ১২টা ৫৪ মিনিটে। মোট গ্রহণকাল ৩ ঘন্টা ১৮ মিনিট। ওই রাতে দীর্ঘ সময় ধরে চাঁদকে ফ্যাকাসে দেখতে পাওয়া যাবে। আরও পড়ুন: Ham Radio Enthusiast Got Response from SpaceX Crew: গুজরাতের কম্পিউটর ইঞ্জিনিয়রের সঙ্গে যোগাযোগ করল স্পেস এক্সের নভশ্চররা
পৃথিবী (Earth) যখন সূর্য (Sun) ও চাঁদের (Moon) মাঝে আসে তখন চন্দ্রগ্রহণ ঘটে, তখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করে। পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে। পৃথিবীপৃষ্ঠের কোন দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়।