Oppo Reno5 Pro & Enco X Wireless Earbuds Launched: Oppo ভারতের বাজারে নিয়ে এল দুর্দান্ত স্মার্টফোন এবং ইয়ারবাড, দেখুন দাম-ফিচার একনজরে
Oppo, চিনা স্মার্টফোন সংস্থা দেশে অফিসিয়ালি লঞ্চ করল Reno5 Pro 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন। Enco X TWS Earbud-সহ ভারতে Oppo অফিসিয়ালি লঞ্চ করল Reno5 Pro স্মার্টফোন। প্রি-অর্ডার সেরে ফেলুন এখনই। তবে ইয়ারবাড-সহ স্মার্টফোনটি হাতে পেতে আরও কিছুটা দেরি হবে। কারণ ২২ জানুয়ারি থেকে শুরু হবে স্মার্টফোনটির বিক্রি। প্রি-বুকিংয়ের জন্য স্মার্টফোন ক্রেতারা পেয়ে যাবেন বেশ কিছু অফার। HDFC এবং ICICI ব্যাঙ্ক ক্রেডিট, ডেবিট, জিরো ডাউনপেমেন্ট/ ওয়ান ইএমআই ক্যাশব্যাক পর্যন্ত পেতে পারেন।
Oppo, চিনা স্মার্টফোন সংস্থা দেশে অফিসিয়ালি লঞ্চ করল Reno5 Pro 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন। Enco X TWS Earbud-সহ ভারতে Oppo অফিসিয়ালি লঞ্চ করল Reno5 Pro স্মার্টফোন। প্রি-অর্ডার সেরে ফেলুন এখনই। তবে ইয়ারবাড-সহ স্মার্টফোনটি হাতে পেতে আরও কিছুটা দেরি হবে। কারণ ২২ জানুয়ারি থেকে শুরু হবে স্মার্টফোনটির বিক্রি। প্রি-বুকিংয়ের জন্য স্মার্টফোন ক্রেতারা পেয়ে যাবেন বেশ কিছু অফার। HDFC এবং ICICI ব্যাঙ্ক ক্রেডিট, ডেবিট, জিরো ডাউনপেমেন্ট/ ওয়ান ইএমআই ক্যাশব্যাক পর্যন্ত পেতে পারেন।
Oppo Reno5 Pro স্পোর্টসে রয়েছে 2400x1080 রিজলিউশন-সহ ৬.৫ ইঞ্চি থ্রিডি কার্ভড FHD+ ডিসপ্লে। স্মার্টফোনটি পাওয়ার্ড বাই ARM Mali-G77 GPU-সহ MediaTek ডায়মেনসিটি 1000+ চিপসেট। এছাড়া Reno5 Pro-তে রয়েছে ৬৪ এমপি প্রাইমারি লেন্স, ৮ এমপি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ এমপি ম্যাক্রো স্ন্যাপার এবং ২ এমপি মোনো শুটার-সহ Quad Rear Camera মড্যিয়ুল।
স্মার্টফোনটির সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে ৩২ এমপি ক্যামেরা। স্মার্টফোনটিতে রয়েছে ColorOS 11.1 অপারেটিং সিস্টেম-সহ Android 11। Reno5 Pro-তে রয়েছে 65W SuperVOOC 2.0 ফাস্ট চার্জিং প্রযুক্তি-সহ ৪,৩৫০ মেগাহার্ৎজ ব্যাটারি। সংস্থার দাবি মাত্র ৩০ মিনিটে ১০০ শতাংশ চার্জ সম্পন্ন হয় স্মার্টফোনটির। এছাড়াও স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল-ভিউ ভিডিও মোড। নীল এবং কালো রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। Oppo Enco X ইয়ারবাড পাওয়ার্ড বাই Dual-core, Dual Microphone সিস্টেম এবং Ultra-wideband প্রযুক্তি। ইয়ারবাডে একবার চার্জ দিলেই সাড়ে ৫ ঘণ্টা টানা অফুরন্ত গান শুনতে পারবেন। Oppo Reno5 Pro ৩৫,৯৯০ টাকা থেকে শুরু 8GB ব়্যাম + 128GB ইন্টারনাল স্টোরেজের ভিত্তিতে। Oppo Enco X TWS ইয়ারবাডের দাম ৯,৯৯০ টাকা।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)