Oppo F17 Series India Launch (Photo Credits: Oppo India)

Oppo F17 স্মার্টফোন নিয়ে হাজির Oppo স্মার্টফোন সংস্থা। Oppo F17 সিরিজের মধ্যে রয়েছে Oppo F17 প্রো এবং Oppo F17 স্মার্টফোন। Oppo F17 প্রো-র দাম ২২,৯৯০ টাকা যদিও Oppo F17 স্মার্টফোনটির দাম এখনও প্রকাশ্যে আনা হয়নি। দেশে ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে Oppo F17 প্রো, তবে আপনি এখন থেকেই অনলাইনে নিজের স্বপ্নের স্মার্টফোনটি বুক করে নিতে পারেন। Oppo F17 সিরিজ এখনও সেভাবে দু'টি স্মার্টফোনের ফিচার বিশদভাবে জানায়নি।  Oppo F17 প্রো সামান্য কিছু তথ্যই ফাঁস করেছে সংস্থা।

Oppo F17 প্রো স্মার্টফোনটিতে কী কী ফিচার রয়েছে। সেটি দেখে নেওয়া যাক একনজরে। 8GB ব়্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে ফোনটিতে। অন্যদিকে Oppo F17 স্মার্টফোনটিতে মিলবে 4GB, 6GB & 8GB ব়্যাম। বাজেটের হিসেবে নিয়ে নিতে পারেন যেকোনও একটি ফোন। Oppo F17 প্রো স্পোর্টসে রয়েছে 1080x2400 পিক্সেল রিজলিউশন-সহ ৬.৪৩ ইঞ্চি  FHD+ সুপার AMOLED ডিসপ্লে। Oppo F17 স্মার্টফোনটিতে রয়েছে ওয়াটারড্রপ-স্টাইট নচ আপফ্রন্ট-সহ FHD ডিসপ্লে রয়েছে।

Oppo F17 প্রো স্মার্টফোনটি পাওয়ার্ড বাই MediaTek Helio P95 SoC অন্যদিকে Oppo F17 স্মার্টফোনটিতে রয়েছে Snapdragon 662 SoC। Oppo মানেই ক্যামেরা কোয়ালিটি দুর্দান্ত হবেই। সেটি জানা কথা। যথারীতি Oppo F17 প্রো স্মার্টফোনটিতে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা- ৪৮ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল+ ২ মেগাপিক্সেল+ ২ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য স্মার্টফোনটির সামনে রয়েছে ১৬ এমপি স্ন্যাপার।  দু'টো স্মার্টফোনেই রয়েছে 30W VOOC ফাস্ট চার্জিং-সহ ৪ হাজার মেগাহার্ৎজ ব্যাটারি।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Oppo Reno5 Pro & Enco X Wireless Earbuds Launched: Oppo ভারতের বাজারে নিয়ে এল দুর্দান্ত স্মার্টফোন এবং ইয়ারবাড, দেখুন দাম-ফিচার একনজরে

5 Big Tech Things in 2020: ফিরে দেখা ২০২০! অ্যাপল ১২ সিরিজ লঞ্চ থেকে টিকটক ব্যান, প্রযুক্তি দুনিয়ার হালহকিকত একঝলকে

Moto G9 Power Smartphone: Motorola বাজারে নিয়ে এল মাত্র ১১ হাজার টাকায় দুর্দান্ত স্মার্টফোন, ফিচার দেখলে চমকে যাবেন

OnePlus 8T Launch: OnePlus 8T, OnePlus Buds Z এবং নর্ড স্পেশাল এডিশন লঞ্চ, দেখুন দাম এবং ফিচার

Oppo A53 Smartphone: মাত্র ১২ হাজার টাকায় পাওয়ার ব্যাঙ্ক-সহ স্মার্টফোন নিয়ে এল Oppo

Paytm UPI Lite: লাগছে না পিন, ব্যবহার সহজ, কীভাবে চালু করবেন পেটিএমের লাইট ওয়ালেট পেমেন্ট

National Technology Day 2024: জাতীয় প্রযুক্তি দিবস কবে? কেন পালন করা এই দিনটি? জেনে নিন এই দিনের ইতিহাস ও গুরুত্ব...

Solar Storm Alert: গুরুতর ভূ-চৌম্বকীয় ঝড়ের পূর্বাভাস দিল জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন, ব্যাহত হতে পারে যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা