OnePlus Nord & OnePlus Buds Launched in India: ওয়ান প্লাসের নতুন ধামাকা, দেখে নিন দাম এবং ফিচার্স

ওয়ানপ্লাস নর্ড স্মার্টফোন এবং ওয়ানপ্লাস বাডস লঞ্চ করল ভারতের বাজারে। ৪ আগস্ট দুপুর ১২ টা থেকে ওয়ানপ্লাস নর্ড স্মার্টফোনের বিক্রি শুরু হবে, ফোনটি কিনলে মিলবে আকর্ষণীয় অফার। ওয়ানপ্লাস বাডস বিক্রির তারিখ এখনও ঘোষণা হয়নি। ওয়ানপ্লাস নর্ড স্মার্টফোনের রয়েছে ৬.৪ ইঞ্চি FHD+ AMOLED কর্নিং গোরিলা গ্লাস ৫ ডিসপ্লে, রিজলিউশন 2400x1080 পিক্সেল এবং 90Hz রিফ্রে রেট।

OnePlus Nord Smartphone Launched In India (Photo Credits: OnePlus India)

ওয়ানপ্লাস নর্ড স্মার্টফোন এবং ওয়ানপ্লাস বাডস লঞ্চ করল ভারতের বাজারে। ৪ আগস্ট দুপুর ১২ টা থেকে ওয়ানপ্লাস নর্ড স্মার্টফোনের বিক্রি শুরু হবে, ফোনটি কিনলে মিলবে আকর্ষণীয় অফার। ওয়ানপ্লাস বাডস বিক্রির তারিখ এখনও ঘোষণা হয়নি। ওয়ানপ্লাস নর্ড স্মার্টফোনের রয়েছে ৬.৪ ইঞ্চি FHD+ AMOLED কর্নিং গোরিলা গ্লাস ৫ ডিসপ্লে, রিজলিউশন 2400x1080 পিক্সেল এবং 90Hz রিফ্রে রেট।

৪৮ এমপি ক্যামেরা-সহ স্মার্টফোনটিতে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা মডিউল ফিচার Sony IMX586 সেন্সর, ৮ এমপি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ২ এমপি ম্যাক্রো লেন্স এবং ৫ এমপি ডেপথ সেন্সর। ফোনটির ফ্রন্টে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে ৩২ এমপি প্রাইমারি শুটার-সহ Sony IMX616 সেন্সর এবং একটি ৮এমপি আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স রয়েছে। স্মার্টফোনটিতে অ্যাডির্নো ৬২০ জিপিইউ-সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি SoC রয়েছে।

ব়্যাম এবং ইন্টারনাল স্টোরেজের বিচারে তিনভাগে বাজারে আসছে, 6GB ব়্যাম + 64GB ইন্টারনাল স্টোরেজ, 8GB ব়্যাম + 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB ব়্যাম + 256GB ইন্টারনাল স্টোরেজ। 30T ফাস্ট চার্জিং সুবিধা-সহ মোবাইলটিতে ৪,১১৫ মেগাহার্ৎজ ব্যাটারি রয়েছে। 6GB এবং 64GB-র দাম ২৪,৯৯৯ টাকা, 8GB এবং 128GB-র দাম ২৭,৯৯৯ এবং 12GB এবং 256GB-র দাম ২৯,৯৯৯ টাকা।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now