WhatsApp Account: নতুন বছরে দুঃসংবাদ, এগুলি না মানলে ডিলিট হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

তুন বছরের শুরু থেকেই একের পর এক চমক দিচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ইন্ডিয়ান হোয়াটসঅ্যাপ ইউজাররা ইতিমধ্যেই নোটিফিকেশন পেয়েছেন যে ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ তার টার্মস অ্যান্ড কন্ডিশন ও প্রাইভেসি পলিসিতে বদল আনছে। ইউজাররা যদি সেই পলিসি ও টার্মস অ্যান্ড কন্ডিশনের সঙ্গে সহমত হন তাহলে নোটিফিকেশনের নিচে থাকা অ্যাকসেপ্ট বাটনটিতে ক্লিক করুন। দুই বিলিয়ন ইউজারের মোবাইলে এই মেসেজ পৌঁছে গেছে ইতিমধ্যেই।

হোয়াটসঅ্যাপ (Photo Credits: Pixabay)

নতুন দিল্লি, ৬ জানুয়ারি: নতুন বছরের শুরু থেকেই একের পর এক চমক দিচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ইন্ডিয়ান হোয়াটসঅ্যাপ ইউজাররা ইতিমধ্যেই নোটিফিকেশন পেয়েছেন যে ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ তার টার্মস অ্যান্ড কন্ডিশন ও প্রাইভেসি পলিসিতে বদল আনছে। ইউজাররা যদি সেই পলিসি ও টার্মস অ্যান্ড কন্ডিশনের সঙ্গে সহমত হন তাহলে নোটিফিকেশনের নিচে থাকা অ্যাকসেপ্ট বাটনটিতে ক্লিক করুন। দুই বিলিয়ন ইউজারের মোবাইলে এই মেসেজ পৌঁছে গেছে ইতিমধ্যেই। যদি হোয়াটসঅ্যাপের নয়া পলিসি ইউজারের মনঃপুত না হয় এবং তিনি যদি তা অ্যাকসেপ্ট না করেন তবে আগামী ৮ ফেব্রুয়ারির পর তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। আরও পড়ুন-UP Rape Shocker: উত্তরপ্রদেশে পুজো দিতে গিয়ে গণধর্ষণে মৃত্যু নির্যাতিতার, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল রড

নোটিফিকেশনে হোয়াটসঅ্যাপ তার অ্যাক্টিভিটি নিয়ে বিশদে কিছু জানায়নি। শুধু জানিয়েছে, যেহেতু ফেসবুক মাদার সংস্থা তাই ফেসবুক যেভাবে ইউজারের যাবতীয় তথ্যের উপরে নজরদারি ও তা ব্যবহার করে। ঠিক একই কাজ এবার হোয়াটসঅ্যাপও করবে। তাই এবার থেকে আপনি আপনার ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করলে একটা বিষয় ধরেই নেবেন যে নজরদারিতে পড়লেন। হোয়াটসঅ্যাপের পরিষেবা পেতে গেলে আপনাকেও বিনিময়ে নিজের পছন্দ অপছ্ন্দ সংক্রান্ত যাবতীয় তথ্য হোয়াটসঅ্যাপকে দিতে হবে। এমনকী বিজনেস সংক্রান্ত যত কাজকর্ম করবেন তার যাবতীয় তথ্য বার্তালাপ সবকিছুর উপরে নজর রাখবে হোয়াটসঅ্যাপ। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে হোয়াটসঅ্য়াপে এই নতুন নির্দেশিকা বলবৎ হতে চলেছে। একইভাবে ফেসবুক মেসেঞ্জার চ্যাটস ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকেও হোয়াটসঅ্যাপের মতো ফ্যামিলি অ্যাপের আওতায় আনতে চলেছে।