Facebook Community Notes: ফেসবুকে আসছে বড় বদল, ভুয়ো পোস্ট দেখলে এবার থেকে কী করতে হবে নিজেই জানালেন জুকেরবার্গ

ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে সিংহাসনে বসার মুখে ফেসবুকে বড় বদলের কথা ঘোষণা করলেন মেটা-র সিইও মার্ক জুকেরবার্গ।

Musk and Zukarbarg

ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে সিংহাসনে বসার মুখে ফেসবুকে বড় বদলের কথা ঘোষণা করলেন মেটা-র সিইও মার্ক জুকেরবার্গ। 'যস্মিন দেশে যদাচার'-এর কথা মেনে ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ ইলন মাস্কের পথই অনুসরণ করলেন জুকেরবার্গ। সঙ্গে মাস্কের মতই জুকেরবার্গের মুখে শোনা গেল 'ফ্রি স্পিচ'বা বাক স্বাধীনতার কথা। অথচ এতগুলো বছর বাক স্বাধীনতা নিয়ে ফেসবুকের সহ প্রতিষ্ঠাতাকে একবারও মুখ খুলতে দেখা যায়নি। কিন্তু ট্রাম্পের বিপুল জয়ের পর মার্কিন মুলকের বদলের হাওয়ায় জুকেরবার্গও মাস্কের পথ ধরলেন।

ট্রাম্প প্রশাসনকে চটিয়ে আমেরিকায় এখন কিছু করা যাবে না বুঝতে পেরে ইলন মাস্কের নীতি মেনে ফেসবুকে বদল আনলেন জুকেরবার্গ। মাস্কের এক্স (আগে নাম ছিল টুইটার) প্ল্য়াটফর্মের মত ফেসবুকে আসছে 'কমিউনিটি নোট'। ফেসবুকে আর থাকছে না ফ্যাক্ট চেকার। ফেসবুকে কোনও পোস্টে ভুল বা বিভ্রান্তিকর কোনও খবর, তথ্য বা ওই জাতীয় কিছু হলে অন্য ইউজাররা কমিউনিটি নোটের মাধ্যমে তা জানিয়ে দিতে পারবেন। ধরা যাক, কেউ ফেসবুক পোস্টে একটি ভিডিয়ো পোস্ট করে লিখলেন, তাদের এখানে খুব মারপিট হচ্ছে, আর এই ভিডিয়োটি তার প্রমাণ। কিন্তু আসলে সেটি অনেক পুরনো ও অন্য জায়গার হিংসার ভিডিয়ো। সেক্ষেত্রে কমিউনিটি নোটের মাধ্যমে যে কেউ লিখতে পারবেন ভিডিয়ো ও পোস্টটি ভুয়ো এবং আসল সত্যিটি। মাস্কের এক্স প্ল্যাটফর্মে কমিউনিটি পোস্ট বেশ সফলতা পেয়েছে। যদিও মাস্কের এক্সে কমিউনিটি নোটে পক্ষপাতিত্বের অভিযোগ বেশী উঠেছে।

দেখুন এই নিয়ে কী বললেন জুকেরবার্গ

ফেসবুকের কনটেন্ট মডেরেশন টিম এবার থেকে ডেমোক্র্যাটদের গড় ক্যালিফোর্নিয়ার বদলে ট্রাম্পের গড় হিসেবে পরিচিত টেক্সাসে বসতে চলেছেন। এমন সিদ্ধান্তও নিয়েছেন জুকেরবার্গ।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now